সান্টোসের কাছ থেকে চড়া দামে গ্যাস নেওয়া শুরু করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। রোববার থেকে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে এই গ্যাস সরবরাহ নেওয়া হচ্ছে বলে পিডিবি সূত্রে জানা গেছে।
পিডিবির সদস্য (উৎপাদন) তমাল চক্রবর্তী জানান, রোববার থেকে অস্ট্রেলীয় বহুজাতিক কোম্পানি সান্টোসের কাছ থেকে গ্যাস নেওয়া হচ্ছে।
পিডিবি বর্তমানে পেট্রোবাংলার কাছ থেকে প্রতি হাজার ঘনফুট গ্যাস কিনছে ১ দশমিক ৩ ডলারে। স্যান্টোস থেকে কিনতে তাদের প্রতি হাজার ঘনফুটে অতিরিক্ত লাগবে ৩ দশমিক ২ ডলার। এর সঙ্গে যোগ হবে গ্যাস সরবরাহ চার্জ।
চুক্তি অনুযায়ী প্রতি হাজার ঘনফুট গ্যাস সাড়ে চার ডলারে কিনবে পিডিবি। প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট কেনার এই চুক্তিতে বলা হয়েছে, দৈনিক অন্তত ১২ মিলিয়ন ঘনফুট কিনতেই হবে। বেশিও সরবরাহ করা যাবে তবে তা ২৪ মিলিয়ন ঘনফুটের বেশি নয়।
দুই বছর মেয়াদি এ চুক্তিতে বলা হয়েছে, প্রতি ৪৫ দিনের মধ্যে গ্যাস কেনার অর্থ পরিশোধ করতে হবে। ৪৫ দিনের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে গ্রেস পিরিয়ড (বাড়তি সময়) হিসেবে ১০ দিন পাবে পিডিবি। দুই বছর পর এ চুক্তি নবায়ন করা যাবে। চুক্তি অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টার মধ্যে জানাতে হবে পরের দিন কত পরিমাণ গ্যাস লাগবে।
উল্লেখ্য, পিএসসি (উৎপাদন বণ্টন চুক্তি) অনুসারে পেট্রোবাংলার কাছে স্যান্টোস ২ দশমিক ৯০ ডলারে গ্যাস বিক্রি করার কথা ছিল। তবে গত বছর সংশোধিত গ্যাস পার্চেজ অ্যান্ড সেলস এগ্রিমেন্ট (জিপিএসএ) চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির স্বাধীনতা পায় স্যান্টোস। ওই চুক্তিবলে বাংলাদেশে প্রথম কোনো বহুজাতিক কোম্পানি পেট্রোবাংলা ব্যতীত তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি করছে।