মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক: সীমান্ত বাণিজ্য শুরু

মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক: সীমান্ত বাণিজ্য শুরু

মিয়ানমারের দাঙ্গার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। ৮ দিন পর রোববার সীমান্ত বাণিজ্যের আওতায় ২টি ট্রলার এসেছে।

এর মধ্যে ১১টি গবাদিপশু নিয়ে একটি ও ৯০ টন হিমায়িত রুই মাছ নিয়ে অপর একটি ট্রলার টেকনাফের শাহপরীর দ্বীপ করিডোরে আসে।

এবিষয়ে টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক আবদুল মোহাইয়েম জানান, রোববার ভোরে মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের মালিক এম আবছার সোহেলের অধীনে ৯০ টন হিমায়িত রুই মাছ নিয়ে একটি ট্রলার বন্দরে আসে।

শাহপরীর দ্বীপ করিডোরে ব্যবসায়ী মৌলভী আবদুল হক আনেন ১১টি গবাদিপশুসহ একটি ট্রলার।

ব্যবসায়ী মৌলভী আবদুল হক জানান, গবাদিপশু নিয়ে আসা ট্রলারটিতে ১০ জন মাঝি-মাল্লা এসেছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। ফলে, গবাদিপশু নিয়ে তাদের পক্ষে বাংলাদেশে আসা সম্ভব হয়েছে।

এদিকে, রোববার মিয়ানমার থেকে অবৈধ অনুপ্রেবশের দায়ে ৭ জন রোহিঙ্গাকে আটক করে সে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ৪২ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর শফিকুর রহমান
জানান, রোববার ভোরে শাহপরীর দ্বীপ থেকে এদের আটক করে বিকেল ৫টার দিকে তাদের মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুন মিয়ানমারে সংঘটিত রাখাইন ও রোহিঙ্গাদের দাঙ্গার জের ধরে পণ্যবাহী ট্রলার আসা বন্ধ ছিল।

বাংলাদেশ