অস্ট্রেলিয়া-ন্যাটো সাইবার নিরাপত্তা চুক্তি স্বাক্ষর

অস্ট্রেলিয়া-ন্যাটো সাইবার নিরাপত্তা চুক্তি স্বাক্ষর

কম্পিউটার প্রযুক্তির উন্নয়নের সঙ্গে ক্রমবর্ধমান ওয়েব নিরাপত্তা হুমকির প্রেক্ষিতে সাইবার নিরাপত্তা সহযোগিতা চুক্তি করল অস্ট্রেলিয়া এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইন্টারনেট এবং ওয়েব নিরাপত্তা ব্যবস্থায় হ্যাকারদের হামলা প্রতিরোধ করতেই এ চুক্তি করা হল বলে জানানো হয়েছে।

সদস্যদের বাইরে কোনো দেশের সঙ্গে ন্যাটো এ ধরনের চুক্তি এ-ই প্রথম করল। সরকার এবং ব্যবসায়িক স্তরে অব্যাহত সাইবার হামলা মোকাবিলায় এ চুক্তি যথেষ্ট কাজে আসবে বলে আশা করা হচ্ছে।

এ চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করা হয় গত ১৪ জুন। ন্যাটোর পক্ষ থেকে সংগঠনের মহাসচিব অ্যান্ডারস রাসমুসেন এবং অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এ চুক্তির কথা ঘোষণা করেন।

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে রাসমুসেন এ চুক্তি করেন। এসময় তিনি অস্ট্রেলিয়াকে ইউরোপিয়ান ন্যাটো জোটের অকৃত্রিম অংশীদার বলে অভিহিত করেন।

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, সাইবার হামলা এবং পাইরেসি বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন রাসমুসেন। তিনি বলেন, ‘গত কয়েক দশকে আমাদের বিশ্ব ভয়ানকভাবে বদলে গেছে। আমরা যে নিরাপত্তা চ্যালেঞ্জে মুখে পড়েছি তা অত্যন্ত জটিল এবং অনুমান অযোগ্য।’

পৃথিবী এখন সব ক্ষেত্রে পরস্পরের সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘সাইবার হামলার জন্য অস্ট্রেলিয়া এখনো অরক্ষিত।’

এ দেশটি ইন্টারনেটে ব্যাপকভাবে যুক্ত। দু’বছর আগেও সংসদের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়।

এছাড়া অস্ট্রেলিয়া সরকারের বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো প্রায়ই সাইবার হামলার শিকার হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে আর্থিক প্রতিষ্ঠানগুলোও এধরনের হামলার লক্ষ্যে পরিণত হয়েছে।

উল্লেখ্য, এর আগে নিরাপত্তা বিষয়ে পরাস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে গত মে তে একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ওয়াশিংটন সফরের সময় অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল নিকোলা নিক্সন রক্সন এবং মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী জ্যানেট ন্যাপোলিটানো এ চুক্তিতে সই করেন।

আন্তর্জাতিক