চলতি বছর বিশ্বের ৬০টিরও বেশি দেশ থেকে আসা ৫৫ হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্র আশ্রয় দেবে বলে জানা গেছে। শরণার্থী পুনবার্সন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র প্রতিবছরই তাদের মাটিতে ঝুঁকির মুখে থাকা শরণার্থীদের পুনর্বাসন করে থাকে।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা বলেন, বিশ্বব্যাপী শরণার্থীদের সাহস ও উদ্যমকে স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ, যারা নিজের পরিবারের শান্তির জন্য যে কোনো বিপদ ও ভয় উপেক্ষা করে ঝুঁকি নেয়।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের হিসাব অনুযায়ী গত ৩৭ বছরে ৩০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৭৫ সাল থেকে যুক্তরাষ্ট্র এ কর্মসূচি চালিয়ে আসছে।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি সংখ্যায় শরণার্থী আশ্রয় দিয়ে থাকে। এমনকি বিশ্বের সব দেশ মিলিতভাবে যে সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে থাকে যুক্তরাষ্ট্র একাই তার থেকে অনেক বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে থাকে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ প্রসঙ্গে এক বিবৃতিতে জানায় বিশ্বের চরম সঙ্কটাপন্ন শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকারের প্রতি ধারাবাহিকভাবে আন্তরিকতা প্রদর্শন করে চলেছে।