বলিউডের সেলিব্রিটি বাবার যোগ্য উত্তরসূরি

বলিউডের সেলিব্রিটি বাবার যোগ্য উত্তরসূরি

বাবা মানে  ‘বটবৃক্ষ’ , বাবা মানে প্রখর রোদে শীতল ছায়া। ছোট বেলা থেকেই সন্তানেরা বাবার ছায়ায় বড় হয়ে উঠে। বাবা কথা-চলাফেরা সবকিছুই প্রভাবিত করে সন্তানকে। বাবার পথ ধরেই অনেক সন্তান সাজায় তার ভবিষ্যৎ। বলিউডেও অব্যাহত আছে এই ধারা।

এরকমই কিছু উদাহরণে আসুন চোখ রাখি।

অমিতাভ-অভিষেক বচ্চন : বাবা বিগ-বি অমিতাভ বলিউডের এভারগ্রিন মেগাস্টার। এখনো অমিতাভের খ্যাতিতে ভাঁটা পড়েনি। ছেলে অভিষেকের খ্যাতি বাবার পর্যায়ে নেই। তবে বাপ-ছেলেতে ভীষণ ভালবাসা আছে একে অপরের প্রতি।

রাকেশ-হৃত্তিক রোশন : বাবা ছেলে যখনই এক সাথে হন তখনই কেঁপে উঠে বলিউডের ফিল্মডোম। কাহোনা প্যায়ার হে, কই মিল গেয়া কৃশ প্রভৃতি সাফল্য তারই প্রতিফলন।

ঋষি-রণবীর কাপুর : বাপ-ছেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য দুজনই বলিউডের হার্টধ্রব তারকা। তরুণ ঋশির প্রতিফলনই যেন ছেলে রনবীরের মধ্যে। রোমান্টিক চরিত্রে বাবার মতোই ছেলেও অদ্বিতীয়।

bion-anil-sonomধর্মেন্দ্র-সানি-ববি দেউল : ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ খ্যাত বাবা যেমন ধর্মেন্দ্র যেমন নিজেই নিজের প্রতিভায় আলোকিত। তেমনি তার দুই ছেলে সানি দেউল ও ববি দেউল আলো ছড়াচ্ছেন নিজের প্রতিভার দ্যুতিতে। দুই ছেলে ছাড়াও ধর্মেন্দ্র এশা ও এহানা নামের দুই কন্যা সন্তানের জনক। বাবা হিসেবে নিজেকে দারুণ সুখী ভাবেন এই তারকা।

রণধীর-কারিশমা-কারিনা : বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের দুই রাজকন্যা কারিশমা-কারিনা। সেই রাজ কাপুর থেকে বলিউডে এই পরিবারের রাজত্ব শুরু। তার সন্তান রণধীরও এক সময়কার বলিউডের সফল নায়ক। রণধীরের দুই মেয়ে কারিশমা এবং কারিনা সেই পথ ধরেই বলিউডে আজকের প্রতিষ্ঠিত তারকা।

অনীল-সোনম কাপুর : বাবা অনীল কাপুর শুধু বলিউড নয়, হলিউডেও নিজের প্রতিভা দেখিয়েছেন। তবে নায়িকা হিসাবে খুব একটা ভাল করতে না পারলেও ফ্যাশন আইকন হিসাবে বলিউডে সুপরিচিত সোনম কাপুর।

শত্রুঘ্ন-সোনাক্ষী সিনহা : ‘শর্ট-গান’ খ্যাত সুপারস্টার শত্রুঘ্ন সিনহার কন্যা ‘দাবাং’ খ্যাত কন্যা সোনাক্ষী সিনহা। বাবা-মেয়ে দুজন অ্যাকশন ধর্মী ছবির জন্য সুপরিচিত। সোনাক্ষী তার বাবার উচ্চতায় উঠতে পারেন কিনা তা সময়ই বলে দেবে।

বিনোদন