নতুন ধারাবাহিক নাটক ‘বাঘা-শের’

নতুন ধারাবাহিক নাটক ‘বাঘা-শের’

দুই বন্ধু শের আলী ও বাঘা খন্দকার। দুজনই গ্রামের সুন্দরী এক মেয়ের প্রেমে পড়ে। যদিও তাদের কেউ মেয়েটিকে পায়না। কিন্তু সে থেকে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতার রেশ জেগে উঠে। তাদের বন্ধুত্বে ফাটল ধরে। এরপর থেকে গ্রামে একের পর এক কর্মকান্ডে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমানে দুজনই মরিয়া হয়ে উঠে। ঘটতে থাকে মজার সব ঘটনা। এমনি একটি গল্পকে ধারাবাহিকে রূপ দিয়েছেন পরিচালক সৈয়দ শাকিল।

বৃন্দাবন দাসের রচনায় ও সৈয়দ শাকিল পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘বাঘা-শের’। এ নাটকে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, ড. ইনামুল হক, ডলি জহুর, শিরিন আলম, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, হোমায়রা হিমু, নাদিয়া, আরফান আহমেদ, তারিক স্বপন প্রমুখ।

নাটকের গল্পে আরও দেখা যাবে, উত্তরবঙ্গের বিলচাদর গ্রামের দুই প্রভাবশালী-খন্দকার ও চৌধুরী পরিবারের মধ্যে বহুদিন থেকে বৈরী সম্পর্ক। সবকিছুতে তাদের প্রতিযোগিতা। দুইজনের প্রতিযোগিতা ও পরস্পরকে ঘায়েল করার কৌশলে নানা ধরণের ঘটনার অবতারণা হয়। যা গ্রামের মানুষ বেশীরভাগ ক্ষেত্রে উপভোগ করে। কখনও কখনও তা বিব্রতকর পরিস্থিতিরও সৃষ্টি করে ফেলে। দুই পরিবারের দ্বন্দ্বকে পুঁজি করে গ্রামের কিছু মানুষ এর সুযোগ নেয়। প্রতিযোগিতা কখনো কখনো গ্রামে উৎসবের আমেজ তৈরী করে। খন্দকার বাড়ীর নতুন প্রজন্ম’র মধ্যেও এই প্রতিযোগিতার বিষ ছড়িয়ে আছে। পরস্পরকে ঘায়েল করতে প্রতিনিয়ত নানা রকম কৌশল প্রয়োগ হতে থাকে।দুই পরিবারের প্রতিযোগিতা নানা রকম কৌতুকপূর্ণ ঘটনার জন্ম দেয়। কখনো আবার হয়ে ওঠে বেদনা ও আবেগময়। সেইসব হাস্য, লাস্য, দুঃখ বেদনার চালচিত্রই ফুটে উঠবে পুরো ধারাবাহিক জুড়ে। এভাবেই ধারাবাহিকের পর্বগুলো এগিয়ে যাবে।

ধারাবাহিক এ নাটকটি সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টায় জিটিভিতে প্রচার হবে।

বিনোদন