পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি শনিবার বিভিন্ন গণমাধ্যমের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশের প্রধান সংবাদপত্রের সম্পাদক ও ইলেকট্রনিক মাধ্যমের প্রধানরা এ মতবিনিময় সভায় অংশ নেন।
সূত্র জানায়, মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে সরকারের অবস্থান জানান পররাষ্ট্রমন্ত্রী এবং পরে সংবাদ প্রধানদের কাছ থেকে পরামর্শ আদান প্রদান করেন। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস সভায় বক্তব্য রাখেন।
এ মতবিনিময় সভায় অংশ নেন সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।