বিএনপি থেকে পদত্যাগ করা নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ‘ভেতরের কিছু কিছু আবর্জনা বিএনপির মতো প্রবাহমান নদীকে নালায় পরিণত করার চেষ্টা চালাচ্ছে। সেই নালার জন্য একটি খড়কুটাই যথেষ্ট।’
শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তার এ বক্তব্য মূলত শনিবার এক জাতীয় দৈনিকে প্রকাশিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বিএনপি একটি প্রবাহমান নদী, এতে কিছু খড়কুটা ভেসে গেলে নদীর কিছু যায় আসে না’ শীর্ষক বক্তব্যেরই জবাব।
ওই বক্তব্যে বিএনপি থেকে ব্যারিস্টার হুদার পদত্যাগের ঘটনাকেই কটাক্ষ করেন ফখরুল।
মির্জা ফখরুলের সমালোচনা করে ব্যারিস্টার হুদা বলেন, ‘বিশাল একটি দলের মহাসচিব হিসেবে একজন নগণ্য কর্মীর (হুদা) বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা বাঞ্ছনীয় নয়। ভারপ্রাপ্ত মহাসচিবের এরূপ দায়িত্বহীন বক্তব্য কতখানি তার প্রত্যাশিত পদের যোগ্যতা প্রমাণ করে তা নিয়ে সংশয় রয়েছে।’
তিনি বলেন, ‘ক্ষতিপূরণ চেয়ে মানহানির একটি মামলা করলে এ ধরনের ভারপ্রাপ্তদের সমন দেওয়ার জন্যও খুঁজে পাবেন না আদালত। আশা করি তিনি মহাসচিবের দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের দায়িত্বহীন মন্তব্য থেকে বিরত থাকবেন।’