সংঘাত কবলিত সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে পাঠানো জাতিসংঘ শান্তি মিশনকে স্থগিত করা হয়েছে। সিরিয়ায় নিয়োজিত ‘ইউনাইটেড নেশন স্টাবিলিজেশন মিশন ইন সিরিয়া’(ইউএনএসএমআইএস) কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে সহিংসতা অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় তারা সিরিয়ায় মিশনের সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা করছে।
ইউএনএসএমআইএস’ প্রধান নরওয়ের জেনারেল রবার্ট মুড বলেন তাদের সদস্যরা শনিবার থেকে পর্যবেক্ষণ কার্যক্রম বন্ধ করে দিয়ে বর্তমানে তারা নিজ নিজ অবস্থানে পরবর্তী নির্দেশের অপেক্ষা করছেন।
সিরিয়ার সহিংসতা ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, জেনারেল মুডের দেওয়া হুঁশিয়ারির একদিন পরই সিরিয়ায় মিশনের কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হলো।
শুক্রবার তিনি সর্তক করে দিয়ে বলেছিলেন, যদি সহিংসতা আরো বাড়তে থাকে তবে মিশনের কার্যক্রম অব্যাহত রাখা তাদের পক্ষে সক্ষম হবে না।
তিনি বলেন, ‘শান্তিপূর্ন সমাধানে উভয় পক্ষের আন্তরিকতার অভাবে ক্ষয়ক্ষতি ও সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। এতে উভয় পক্ষেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া প্রতিদিনই নিরীহ বেসামরিক পুরুষ, মহিলা ও শিশু মারা যাচ্ছে।’ এই পরিস্থিতিতে পর্যবেক্ষকদের কাজ করাও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
বর্তমানে ওই মিশনের ২৯৮ জন সামরিক পর্যবেক্ষক এবং ১১২ জন বেসামরিক সদস্য সিরিয়ায় অবস্থান করছেন। তারা সিরিয়ার সহিংসতা বন্ধে জাতিসংঘ ও আরবলিগের যৌথ দূত কফি আনানের প্রস্তাবিত ছয় দফা শান্তি প্রস্তাব বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ পর্যবেক্ষণে নিয়োজিত আছেন।
এদিকে সিরিয়ার সহিংসতা অব্যাহত আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। গতকালও সিরীয় বাহিনী মধ্যাঞ্চলীয় হোমস এবং রাজধানী দামেস্কের কিছু অংশে গোলা বর্ষণ করেছে। রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলীয় শহরতলী দোমায় রাতভর চালানো হামলায় নিহত হয়েছে প্রায় সাতজন। এছাড়া অন্যান্য স্থানে আরো ১৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
জাতিসংঘের হিসেবে সিরিয়ায় এ যাবৎ প্রায় ১০ হাজার লোক নিহত হয়েছে। তবে সিরিয়ার সরকার দাবি করেছেন সন্ত্রাসীদের হামলায় ৬ হাজার ১৪৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে।