সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ মারা গেছেন

সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ মারা গেছেন

সৌদি রাজতন্ত্রের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সৌদ শনিবার মারা গেছেন। গত বছরই ৭৮ বছর বয়সী এই যুবরাজকে সৌদি সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তার মৃত্যুর খবর প্রচার করা হয়।

মাত্র ২০ বছর বয়সেই রিয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নায়েফ বিন আব্দুল আজিজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পূর্ব পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।

১৯৭৫ সালে তার ভাই যুবরাজ ফাহাদ সিংহাসনে আরোহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেন আবদুল আজিজ।

সৌদি সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানানো হয় যুবরাজ সৌদি আরবের বাইরে মারা গেছেন।পবিত্র মক্কা নগরীতে জানাজা অনুষ্ঠানের পর তাকে দাফন করা হবে বলে। তবে তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি রাষ্ট্রীয় গণমাধ্যমে।

আন্তর্জাতিক