প্রস্তাবিত বাজেটে ঘাটতি নেই: অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেটে ঘাটতি নেই: অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেটকে ঘাটতি বাজেট বলে মানতে নারাজ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেছেন, “৫ শতাংশ ঘাটতি ধরে যখন বাজেট প্রণয়ন করা হয়েছিল, তখন প্রবৃদ্ধি ছিল ১২ শতাংশ। আর বর্তমান বাজেটে প্রবৃদ্ধি ১৮ শতাংশ হওয়ায় বর্তমান বাজেট আর ঘাটতি হিসেবে নেই।”

মন্ত্রী শনিবার সিলেটে তার নির্বাচনী এলাকায় বিগত সাড়ে তিন বছরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ‘আলোকিত সিলেট-উন্নয়ন অগ্রযাত্রার সাড়ে তিন বছর’ নামক উন্নয়ন স্মারক উন্মেচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, “বিগত সরকারের শেষ বাজেটে যেখানে বার্ষিক উন্নয়ন প্রকল্পের পরিমাণ ছিল ১৯ হাজার কোটি টাকা, সেখানে এ বছর প্রস্তাবিত বাজেটে তা করা হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। বাজেটের আকার বাড়ায় দেশের সামগ্রিক অর্থনীতির আকার বেড়েছে।”

অনুষ্ঠানে সিলেট আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য