জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর আমির এএইচএম হামিদুর রহমান আজাদ, এমপি বলেছেন, “সরকার ভারতের কৃষিপণ্যের বাজার দেওয়ার জন্য বাজেটে কৃষিখাতে ভর্তুকি কমিয়েছে।”
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত “বাজেট কৃষিবান্ধব নয়” শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “প্রতিবছর বাজেটের আকার বাড়ে। এবছর অর্থমন্ত্রী বিশাল বাজেট দিয়েছেন। এ বাজেট ঘাটতির বাজেট। জাতির কাছে প্রশ্ন, এ বিশাল বাজেট কাদের জন্য?”
তিনি বলেন, “বাজেটে বিপুল অংকের ব্যাংক ঋণ দেখানো হয়েছে। এটি ব্যাংকের জন্য তারল্য সংকট সৃষ্টি করবে। এতে সাধারণ গ্রাহক ও বিনিয়োগকারীরা প্রয়োজনীয় সময়ে ব্যাংক থেকে তাদের অর্থ পাবেন না।”
হামিদুর রহমান আজাদ বলেন, “গত অর্থবছরের ব্যাংক ঋণের সুদ দিতে প্রস্তাবিত বাজেটের বেশির ভাগ বরাদ্দ শেষ হয়ে যাবে।”
তাই, এ বাজেট অবান্তর আর কল্পনাবিলাস ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি।
হামিদুর রহমান আজাদ অভিযোগ করে বলেন, “প্রস্তাবিত বাজেটে লুটপাট ও দলীয় কর্মীদের পোষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এতে করে সাধারণ জনগণের কোনো লাভ হবে না।
পরবর্তী সরকারে আসতে পারবেন না বলেই কি আপনাদের অবৈধ অর্থ আর কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বাজেটে?”
তিনি বলেন, “সর্বোপরি এ প্রস্তাবিত বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।”
এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর মহাসচিব কৃষিবিদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. আব্দুর রব, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ. লতিফ, ড. আব্দুস সাত্তার প্রমুখ।