বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস (বিটিআই) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এফআর খান বলেছেন, আবাসন সেক্টরে দেশি ও বিদেশি বিনিয়োগকারীকে সমান সুযোগ দিতে হবে। যদিও দেশের স্বার্থে দেশি উদ্যোক্তা হিসেবে আমাদের বেশি সুবিধা পাবার কথা। সরকার চাইলে বিদেশি কোম্পানি আসার অনুমতি দেওয়ার ব্যপারে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে।
শনিবার দুপুরে “স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে রাজধানীকে ঘিরে ও বাংলাদেশের অন্যান্য প্রধান শহরে প্রস্তাবিত স্যাটেলাইট সিটি তৈরির সম্ভাবনা” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহাব সামার ফেয়ার ২০১২ উপলক্ষে রিহ্যাব এই সেমিনারের আয়োজন করে।
এফআর খান বলেন, আশা করি সরকার আবাসন ব্যবসায়ীদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবেন। বাপা’র ইকবাল হাবিব সাহেবরা সবসময় রিহ্যাবের বিরোধিতা করলেও বিদেশি বিনিয়োগের ব্যপারে আমাদের সাথে একমত। আবাসন খাত দেশের অনেক বড় একটি খাত। ব্যাংকিং সেক্টর বলে এটা আনপ্রোডাক্টিভ খাত বলে। অথচ ৩০ লাখ লোক স্থায়ীভাবে আবাসন সেক্টরে চাকরি করে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ কোটি লোক জড়িত।
তিনি বলেন, বাংলাদেশের আবাসন সেক্টরের কোন পেশাদারিত্বের ঘাটতি নেই। দেশি- বিদেশি কোম্পানির মধ্যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করার কোন অবকাশ নেই। দেশের তিনটি সেক্টর অনেকটা সমানতালে গার্মেন্ট, টেলিযোগাযোগ বা মোবাইল সেক্টর ও আবাসন সেক্টর দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
বাংলাদেশের আবাসন সেক্টর বিশ্বমানের উল্লেখ করে তিনি বলেন, দক্ষ জনবলের কারণে সিয়ার্স টাওয়ার থেকে শুরু করে সর্বত্র আবাসন সেক্টরের অবদান। বাংলাদেশ মুক্ত অর্থনীতির দেশ। সরকারি নিয়ম মেনে যে কেউ যে কোন ক্ষেত্রে বিনিযোগ করতে পারে। আমরা বিদেশি কোম্পানীকে বিদুৎ, গ্যাস, যোগাযোগ খাতে বিনিযোগের আহ্বান জনাবো।
রাজউকের সমালোচনা করে তিনি বলেন, রাজউক যখন তখন নিয়ম পরিবর্তন করে।আবাসন ব্যবসায়ীদের নিযমের কথা বলে নানাভাবে হয়রানি করে। রাজউকের কর্মকর্তাদের এই ধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, সরকার স্যাটেলাইট টাউন ব্যাপারে কথা বলছে। আমরা কৃমিল্লায় স্যাটেলাইট টাউন প্রকল্প নিয়েছি। কুমিল্লা রোডে যানজট না থাকলে কুমিল্লা থেকে আসা কোন কঠিন ব্যপার না। অথচ সরকার দেশি ব্যবসায়ীদের সুযোগ না দিয়ে বিদেশি কোম্পানি দিয়ে স্যাটেলাইট টাউন বানাতে চায়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকার পাশের শহরগুলোর সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা তৈরি করে দিন। স্যাটেলাইট টাউন মানে হাজার একর জমিতে টাউন করা নয়। গাজিপুর, নবীনগর, সাভার অলরেডি স্যাটেলাইট টাউন। আমরা বুড়িগঙ্গা বা পুরনো ঢাকার দিকে দেখছি না কেন।
প্রাইভেট সেক্টরে বিদ্যুৎ? পানির সমসার সমাধান করা সম্ভব । কিন্ত সরকারবে সহযোগিতা করতে হবে। গ্যাস সমস্যাও পিপিরি মাধ্যমে সমাধান হতে পারে। সময় এসছে আবাসন সেক্টরে অন্য দেশে বিনিযোগ করার।
সেমিনারে বক্তব্য রাখেন রিহ্যাব সামার ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ট্রপিক্যাল হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রবিউল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র যুগ্ন সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের এসএমই ডিভিশনের প্রধান জাহিদ ইবনে হাই, ট্রান্সপারেন্ট হোল্ডিংস লিমিটেডের এমডি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।