তিনটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

তিনটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

একটি করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগাতে সবাইকে উদ্বুদ্ধ করতে দলের সহযোগী সংগঠন কৃষক লীগের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবণে শুক্রবার সকালে তিন মাসব্যাপী কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “জনগণকে উদ্বুদ্ধ করেন, সবাই যেন গাছ লাগায়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করুন।”

তিনটি করে গাছ লাগাতে আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভনেত্রী বলেন, “খবর পেলাম এখানে ছয়শ’ জন এসেছেন। প্রত্যেকে তিনটি করে গাছ লাগালে আঠারশ’ গাছ হবে।”

অন্যান্য সহযোগী সংগঠনগুলোকেও যেনো কৃষক লীগের পক্ষ থেকে গাছ লাগানোর জন্য চাপ সৃষ্টি করা হয় সেজন্য কৃষক লীগের নেতৃবৃন্দকে আহবান জানান শেখ হাসিনা।

সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে চায় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমাদের বিরোধীদলীয় নেতা এখানেও পিছিয়ে আছেন। উনি বলেছেন, ২০৩০ সালে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে চান।”

কৃষকদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার সরকার কৃষকদের প্রাপ্য নিশ্চিত করেছে। এটাই তার সরকারের লক্ষ্য।

আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ এখন খাদ্য-শষ্য অন্য দেশে রপ্তানিীকরার মতো সামর্থ্য অর্জন করেছে। কিন্তু, দুর্যোগ মোকাবেলায় দেশে খাদ্য-শস্যে মজুদ করে রাখা হয়েছে।

কৃষক লীগের সভাপতি মির্জা জলিলের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ও পরিবেশ ও বন মন্ত্রী হাসান মাহমুদ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিদ ইন্সটিটিউটের মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

পহেলা আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত তিন মাসের এই কর্মসূচির উদ্বোধন করে শেখ হাসিনা কৃষক লীগের সদস্যদের হাতে ভেষজ, ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।

বাংলাদেশ