আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর কবীর নানক এমপি ও সাংগঠনিক সম্পাদক পদে বীর বাহাদুর এমপিকে নিযুক্ত করেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নানক এতোদিন দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। নানকের পদোন্নতিতে শূন্য হওয়া ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সামলাবেন অপর সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। আর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কার্যনির্বাহী সদস্য থেকে পদোন্নতি পাওয়া বীর বাহাদুর এমপি।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে ও গঠনতন্ত্র অনুযায়ী যুগ্ম-সাধারণ সম্পাদকের শূন্য পদে জাহাঙ্গীর কবীর নানক এমপি এবং সাংগঠনিক সম্পাদক পদে বীর বাহাদুর এমপিকে মনোনীত করেছেন।”
মনোনয়নের চিঠি প্রাপ্তির সময় থেকেই তা কার্যকর হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২০০৯ সালের ২৪ জুলাই আওয়ামী লীগের সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মাহাবুব-উল-আলম হানিফ এবং দীপু মনিকে দায়িত্ব দেওয়া হয়। গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদকের তিনটি পদ থাকলেও একটি পদ শূন্য ছিল।
সাংগঠনিক সম্পাদক হিসাবে ঢাকা বিভাগে দলের কার্যক্রম দেখভাল করে আসা নানক নতুন দায়িত্ব পাওয়ায় এখন থেকে ওই পদে দায়িত্ব পালন করবেন আরেক সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। আর নতুন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর চট্টগ্রাম বিভাগের দায়িত্ব নেবেন।
এর আগে ২০০২ সালে আওয়ামী লীগের সম্মেলনে বীর বাহাদুরকে দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বই দেওয়া হয়েছিলো। তবে সর্বশেষ সম্মেলনে তাকে দলের কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়।