বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব সামার ফেয়ারে বসুধা বিল্ডার্স লি. এসেছে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে।
ঢাকা, চট্টগ্রাম ও কুয়াকাটার আকর্ষণীয় এ প্রকল্পগুলো নিয়ে দর্শনার্থীদের যথেষ্ট আগ্রহ দেখা গেছে।
শুক্রবার সকাল বসুধা বিল্ডার্সের ১২৭ নং স্টলে বিভিন্ন পেশার দর্শনার্থীরা ভিড় ছিল। তারা বিভিন্ন প্লট সম্পর্কে খোঁজখবর নিচ্ছিলেন।
বসুধা বিল্ডার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াসিমুল আলম সুজন বলেন, ‘‘অতিরিক্ত মূল্য রাখি না বলে আমরা সাধারণত কোনো ছাড় দিই না। তবে মেলা উপলক্ষে আমরা প্রত্যেক গ্রাহককে এককালীন একটা মূল্য ছাড় দিচ্ছি।’’
মেলায় কেমন বিক্রি হচ্ছে এমন প্রশ্নের জবাবে সুজন জানান, ‘‘মেলায় সাধারত বিক্রি কম হয়ে থাকে। বিক্রি মূলত হয় অফিসে। মেলায় দর্শনার্থীরা এসে আমাদের প্রকল্পগুলো সম্পর্কে ধারণা নিয়ে যান। পরে অফিসে এসে বুকিং দেন। তবে এ উপলক্ষে একটা ব্যাপক সাড়া আমরা পাচ্ছি।’’
তিনি জানান, ‘‘আমাদের প্রকল্পগুলো বরাবরই মানুষ খুব সহজে গ্রহণ করেন। আমরা মনে করি, আমাদের ওপর মানুষের একটা আস্থা আছে। তাই আমাদের প্রকল্পগুলো নিয়ে গ্রাহকদের কোনো সংশয়ে থাকতে হয় না।’’
কুয়াকাটার প্রকল্প নিয়ে তিনি বলেন, ‘‘বিচের একেবারে কাছেই আমরা নির্মাণ করছি ‘কুয়াকাটা বসুধা আইল্যান্ড’। এ প্রকল্পটি ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। এছাড়া চট্টগ্রামে আমাদের কর্মাশিয়াল ও এপার্টমেন্ট প্রকল্পগুলো নিয়েও ব্যাপক চাহিদা রয়েছে।’’
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁওয়ে রয়েছে বসুধা বিল্ডার্সের ‘বসুধা সিটি’। এ সিটির প্লটগুলো গ্রাহকরা খুব উৎসাহের সঙ্গে কিনছেন বলে জানা গেছে। ওয়াসিম আরো জানিয়েছেন, ‘‘এ বছর অর্থনৈতিক মন্দাভাব যাচ্ছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও ক্রেতারা আমাদের প্রকল্পগুলোতে তাদের পছন্দের জায়গা বেছে নিয়ে আমাদের বেশ উৎসাহিত করছেন। এটা আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’’