পুলিশকে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচি (এটিএ) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা দফতরের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রশিক্ষক উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

দশ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির বৃহস্পতিবার ছিল শেষ দিন।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের কূটনৈতিক নিরাপত্তা ব্যুরোর মাধ্যমে এ প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা। মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

ঢাকাস্থ বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ২৪ জন কর্মকর্তা/প্রশিক্ষক এতে অংশগ্রহণ করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ডেভিড জে. কোজটের মতে, “সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচির এ সকল কোর্স অনেকগুলো উপায়ের অন্যতম, যার মাধ্যমে আমরা একসঙ্গে মিলে সন্ত্রাস মোকাবিলা করতে পারি এবং বাংলাদেশ ও এ অঞ্চলের স্বার্থ রক্ষা করতে পারি।  ‘এটিএ’ কর্মসূচিগুলো ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান’ পন্থা মেনে চলে। আমরা আশা করি, বাংলাদেশ পুলিশ বাহিনী এ প্রশিক্ষণের ফলাফলকে বহুগুণে বাড়িয়ে তুলবে এবং এই প্রশিক্ষণ থেকে তারা যে শিক্ষা লাভ করেছেন, তাদের সহকর্মীদের সঙ্গে তা ভাগ করে নেবেন।”

দশ দিনব্যাপী এ প্রশিক্ষণটি পুলিশ প্রশিক্ষক ও প্রশিক্ষণ ব্যবস্থাপকদের প্রাপ্তবয়স্ক শিক্ষা ও শিক্ষা প্রদানের কার্যকর পদ্ধতি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে সহায়তা করে।  কোর্স উন্নয়নের জন্য সন্ত্রাসবিরোধিতা ও সন্ত্রাসবাদ- এগুলোকে বিষয় হিসেবে ব্যবহার করে অংশগ্রহণকারীরা শিক্ষা গ্রহণের তত্ত¡সমূহ, প্রশিক্ষণ পদ্ধতি পরিকল্পনা, যোগাযোগ ও পরিবেশন দক্ষতা এবং শিক্ষণীয় বিষয়ের উন্নয়ন ও পরিকল্পনা প্রভৃতি বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেন।  পুলিশ প্রশিক্ষক ও প্রশিক্ষণ ব্যবস্থাপকরা তাদের কোর্স পরিকল্পনা ও প্রশিক্ষণ প্রদানের দক্ষতা আরো জোরদার করেন, যাতে নিজ নিজ আইন প্রয়োগকারী সংস্থায় সেগুলো ব্যবহার করতে পারেন।

যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশ পুলিশ বাহিনীর সঙ্গে অংশীদারিত্বে এ প্রশিক্ষণ কর্মসূচি চলমান বছরব্যাপী আরো কয়েকবার আয়োজন করতে আগ্রহী।

বাংলাদেশ