আদালতের জামিন আদেশের কপি হাতে পেলে বৃহস্পতিবারই বিএনপিনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মুক্তি দেওয়া হবে।
কাশিমপুর কারাগারের জেল সুপার ফরমান আলী বলেছেন, বৃহস্পতিবার লকআপের সময়ের মধ্যে আদালতের নির্দেশ হাতে পেলে তাদের মুক্তি দেওয়া হবে।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট লক আপের সময় বলেও জানান তিনি।
ফরমান আলী বলেন, আদালতের আদেশ শেষ মূহূর্তে এসে পৌঁছালেও আটক নেতাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।
সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ আসামির জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ। একইসঙ্গে প্রত্যাহার করা হয়েছে প্রোডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) বা আদালতে আসামিদের হাজির করা সংক্রান্ত পরোয়ানা।
মহানগর দায়রা জজ জহুরুল ইসলাম আগামী ২৬ জুলাই পর্যন্ত এই জামিন মঞ্জুর করেন।
বেলা সোয়া ১১টায় এ জামিন আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে জেলহাজতে পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় মহানগর হাকিম মো. এরফান উল্লাহ ওই আদেশ দেন। আটকের পর ফখরুলসহ কয়েক জন নেতাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।