ফার্নান্দো তোরেসের জোড়া গোলের সুবাদে আয়ারল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। স্প্যানিশদের এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে বিদায় নিশ্চিত হয়ে যায় আইরিশদের।
গদানস্ক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে এক তরফা ম্যাচে খেলার চার মিনিটেই এগিয়ে যায় কোচ ভিনসেন্ট দেল বস্কের শিষ্যরা। ইনিয়েস্তার বাড়ানো থ্রু টোকা দিয়ে তোরেসের দিকে বাড়ান ম্যানসিটি তারকা ডেভিড সিলভা। বল নিয়ে বক্সে ঢুকেই জোরালো শটে জাল কাঁপান ফার্নান্দো তোরেস (১-০)।
৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন তোরেস। রাইটব্যাক আরবেলোয়া পোস্টের কয়েকগজ দূরে আনমার্কড তোরেসের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। কিন্তু এত কাছে থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তোরেস। ২৬ মিনিটে জাভি আলনসোর শট গোলরক্ষক আইরিশ গোলরক্ষক গিভেনের মাথার ওপর দিয়ে বাইরে গেলে স্বস্তি পায় কোচ ট্রাপাত্তোনির দল। ৪৪ মিনিটে আলনসোর হাফভলি অল্পের জন্য নিশানাভেদ করতে ব্যর্থ হলে বিরতির আগে ব্যবধানে বাড়াতে ব্যর্থ হয় স্পেন।
বিশ্রামের পরই ফের আয়ারল্যান্ডকে চেপে ধরে স্প্যানিশরা। ৪৯ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার পাসে গোলরক্ষক গিভেনকে পরাস্ত করেন ডেভিড সিলভা (২-০)। যদিও প্রথম প্রচেষ্টায় পাঞ্চ করে ফিরিয়েছিলেন গিভেন। কিন্তু বল ফের সিলভার পায়ে আসতেই ঠান্ডা মাথায় জালে পাঠান এই ম্যানসিটি তারকা।
৭০ মিনিটে মাঝ মাঠে সিলভার থ্রুতে বল পেয়েই আইরিশ বিপদ সীমায় ঢুকে পড়েন তোরেস। এক ডিফেন্ডারকে কাটিয়ে পোস্টের সামনে জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন (৩-০) এই চেলসি স্ট্রাইকার। চার মিনিট পরেই তোরেসকে উঠিয়ে নিয়ে কোচ মাঠে নামান সেস ফ্যাব্রিগাসকে। ৮২ মিনিটে ডেভিড সিলভার পাসে আয়ারল্যান্ডের হারের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে তাকে মাঠে নামানোর যথার্থতা প্রমাণ করেন বার্সেলোনার এই সেন্ট্রাল মিডফিল্ডার (৪-০)।
প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারে আয়ারল্যান্ড। অপরদিকে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করে ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়নরা।
এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে পয়েন্ট তালিকায় শীর্ষে স্পেন। গোল ব্যবধানে তারা ক্রোয়েশিয়াকে পেছনে ফেলে। দিনের অপর ম্যাচে যারা ১-০ গোলে ড্র করেছে ইতালির বিপক্ষে।