পদ্মা সেতু নির্মাণ, গভীর সমুদ্রবন্দর স্থাপন, চীনের কুনমিং এর সাথে সড়ক নেটওয়ার্ক তৈরি এবং বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে চীনের সহায়তা চেয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সহায়তা চাওয়া হয়েছে বলে শিল্পমন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে চীন সফররত শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ওই দেশের বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী ড. লি জিন ঝাও এর সঙ্গে বৈঠক করেন।
চীনা বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ দ্বি-পাক্ষিক বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে চীনের সহযোগিতাসহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে চীনা বিনিয়োগের গুরুত্ব সম্পর্কে তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের সস্তা শ্রমশক্তি ও বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে। চীনের শ্রমঘন ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে।
তিনি চীনের উদ্যোক্তারা সরাসরি বা যৌথ বিনিয়োগে এগিয়ে আসলে বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক শিল্পাঞ্চলে তাদের জন্য অগ্রাধিকারভিত্তিতে শিল্প প্লট বরাদ্দের কথা বলেন।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্যিক চুক্তির আওতায় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য ৪ হাজার ৭শ ২৯টি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে শিল্পমন্ত্রী চীনকে সরকারকে ধন্যবাদ দেন।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চীনকে তুলে ধরেন শিল্পমন্ত্রী। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে চীনে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী আয়োজন করতে চীনা উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
চীনের উপ-বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে চীনের পরীক্ষিত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে এদেশের শিল্পায়ন, সড়ক অবকাঠামো নির্মাণ, প্রাকৃতিক সম্পদ উত্তোলন, আঞ্চলিক সংযোগ জোরদারসহ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে চীন সরকারের অব্যাহত সহযোগিতা চেয়েছেন শিল্পমন্ত্রী।
বৈঠকে চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, শিল্পমন্ত্রীর সফরসঙ্গী বিসিআইসি’র চেয়ারম্যান মো. গোলাম রব্বানী, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. খলিলুর রহমান সিদ্দিকী, মন্ত্রীর একান্ত সচিব মো. আশরাফ শামীমসহ চীন বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া নারায়ণগঞ্জের পাগলায় গৃহিত পানি শোধনাগার প্রকল্পের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ড. লি জিন ঝাও এর দৃষ্টি আকর্ষণ করেন শিল্পমন্ত্রী।