চলতি অর্থ বছরে কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না বাংলাদেশ ব্যাংক।
এ অর্থবছরের এগার মাসে ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছে লক্ষ্যমাত্রার ৮২ দশমিক ৯৯ শতাংশ। গত বছরের একই সময়ে যা ছিল ৮৮ দশমিক ৯২ শতাংশ। তবে অর্থের অংকে কৃষিঋণ বিতরণ বেড়েছে। অর্থাৎ গত বছরের একই সময়ে ঋণ বিতরণের হার কমেছে পাঁচ দশমিক ৯৩ শতাংশ। কৃষিঋণ বিতরণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংক চলতি বছরে ১৩ হাজার ৮০০ কোটি টাকা ঋণ বিতরনের লক্ষ্য নির্ধারণ করেছে। বিপরীতে মে মাস পর্যন্ত ব্যাংকগুলো বিতরন করেছে ১১ হাজার ৪৫৩ কোটি টাকা।
জানা গেছে, ২০১১-১২ অর্থ বছরে কৃষি ঋণের লক্ষ্য ছিলো ১২ হাজার ৬১৭ কোটি টাকা। সেখানে বিতরণ করে ১২ হাজার ১৮৪ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ। আর আসছে ২০১২-১৩ অর্থ বছরের জন্য কৃষি ঋণের লক্ষ্য ধরা হচ্ছে ১৪ হাজার ৩শ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, আলচ্য সময়ে ঋণ বিতরণে পিছিয়ে রয়েছে রাষ্টায়ত্ব ব্যাংকগুলো। গত বছর এ সময়ে ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছিল লক্ষ্যমাত্রার ৮৮ শতাংশ। কিন্তু এ সময় তারা ঋণ বিতরণ করেছে ৮০ শতাংশ। অর্থাৎ ঋণ বিতরণ কমেছে ৮ শতাংশ।
তথ্যমতে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো ৬ হাজার ৭২৮ কোটি টাকা বিতরণ করেছে, যা এসব ব্যাংকের এক বছরের লক্ষ্যমাত্রার ৭৯ দশমিক ৮৬ শতাংশ। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৭ হাজার ২২০ কোটি টাকা, যা ছিলো লক্ষ্যমাত্রার ৮৮ শতাংশ।
তবে বেসরকারি এবং বিদেশি ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণ বেড়েছে। এ সময়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৩ হাজার ৪৭২ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৬৬ শতাংশ। আগের বছরের একই সময়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ ছিলো ২ হাজার ৪৩৩ কোটি টাকা, যা ছিলো লক্ষ্যমাত্রার ৬৭ শতাংশ।
কৃষি খাতে মোট ঋণের বেশিরভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে বিতরণ হয়। তবে এ বছর এসব ব্যাংকের ঋণ বিতরণ আশানুরূপ হারে না বাড়ায় লক্ষ্যমাত্রা থেকে বেশ পিছিয়ে পড়েছে।