যুদ্ধাপরাধী ও নিজের দুনীতি মামলার বিচার করা দেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাথা ঠিক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সেই সঙ্গে তিনি বলেন, যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার করতে শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ। বাংলার মাটিতে তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না।’
সৈয়দ আশরাফ শুক্রবার বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের বিজয় র্যালি শেষে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন।
মহান বিজয় দিসব উপলক্ষে ঢাকা মহানগরের থানা, ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী র্যালি করে এসে এখানে সমবেত হয়।
এ সময় সৈয়দ আশরাফুল ইসলাম তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা অনেক রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে এনেছিলাম। আজ সারা দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালন করছেন। কিন্তু বিএনপি ও সে দলের নেত্রী খালেদা জিয়া কিছু দিন যাবত আবোল তাবোল কথা বলছেন। তার মাথা কিন্তু ঠিক নেই।
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার চলছে। ছেলের অর্থ পাচার মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে নিজের (খালেদার) অর্থ আত্মসাতের মামলা চলছে। খালেদা জিয়া জানেন এসবের বিচার হবে এবং বিচারের রায় কার্যকর হবে। এ সব মামলা থেকে নিজেকে, পুত্রকে এবং যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য খালেদা জিয়া মরিয়া হয়ে উঠেছেন।’
সৈয়দ আশরাফ দলের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধী, এতিমের টাকা আত্মসাতকারী ও বিদেশে অর্থ পাচারকারীদের বিচার কেউ যাতে বানচাল করতে না পারে সে জন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা দুনীতিবাজ, অর্থ পাচারকারী ও যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ় প্রতিজ্ঞ। এদের বিচার ও রায় কার্যকর হবে। অর্থ পাচারকারী, দুর্নীতিবাজদের আর বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। এজন্য আপনাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’