কাতার বিশ্বকাপে বিন লাদেন পুত্র!

কাতার বিশ্বকাপে বিন লাদেন পুত্র!

কাতারে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে চলমান বিপুল নির্মাণযজ্ঞে এবার অংশ নিতে যাচ্ছে আল কায়েদা প্রতিষ্ঠাতা প্রয়াত ওসামা বিন লাদেনের পুত্রের মালিকানাধীন প্রতিষ্ঠান। স্পেনের বিখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান কপরোসা লিমিটেডের সঙ্গে যৌথভাবে বিন লাদেন পুত্র ওমর লাদেনের প্রতিষ্ঠান দোহায় নির্মিতব্য একটি মেট্রোরেল প্রকল্প নির্মাণের দরপত্রে অংশ নিতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সম্প্রতি দুই কোম্পানির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠান বিসি গ্রুপ। এর ৫১ শতাংশ শেয়ারের মালিক ওমর বিন লাদেনের মালিকানাধীন কোম্পানি কাতার বিন লাদেন গ্রুপ। কাতারের রাজধানী দোহা ভিত্তিক এই প্রতিষ্ঠানের বাকি ৪৯ শতাংশের মালিকানা থাকবে কপরোসার হাতে।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর বিন লাদেন বুধবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এসব তথ্য জানান। উল্লেখ্য,দুই বছর আগে কাতারের রাজধানী দোহায় কাতার বিন লাদেন নামের নিজস্ব কোম্পানি প্রতিষ্ঠা করেন ওসামা বিন লাদেন পুত্র ওমর বিন লাদেন।

সাক্ষাতকারে ওমর বিন লাদেন বলেন,‘ দোহার মেট্রোরেল এবং অন্যান্য দ্রুতগতিসম্পন্ন রেল প্রকল্পে কাজ করতে আমরা আগ্রহী। পাশাপাশি হাইড্রলিক প্রকল্পসহ পানি শোধনাগার প্রকল্পেও কাজ করার ব্যাপারে আমরা আশাবাদী। হাইস্পিড ট্রেন প্রকল্পে করপোসার পূর্ব অভিজ্ঞতা আছে , এখন আমরা একে কাজে লাগাতে চাই। আশা করছি জুনের শেষ নাগাদ প্রকল্প প্রস্তাব দাখিল করতে পারবো।’

তিনি বলেন,‘প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য কাতারের হাতে সময় খুব কম। আগামী দশ বছরের মধ্যেই এগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা এই নিমার্ণ যজ্ঞের সঙ্গে যত বেশি সম্ভব সম্পৃক্ত হতে চাই।’

২০২২ বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক রাষ্ট্র কাতার প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে ব্যাপক নির্মাণযজ্ঞ হাতে নিয়েছে। এর মধ্যে উল্ল্যেখযোগ্য দোহা মেট্রো রেল প্রকল্প। এই প্রকল্পের মধ্যে রয়েছে চারটি উচ্চগতিসম্পন্ন ট্রেনের লাইন, যেগুলো বিশ্বকাপের সময় স্টেডিয়ামের সঙ্গে রাজধানী দোহার সংযোগ স্থাপন করবে।

ধারণা করা হচ্ছে প্রকল্পের কাজ পুরোদমে শুরু হলে এতে এক সঙ্গে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে। চলতি মাসের মধ্যেই এই প্রকল্পে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রকল্প প্রস্তাব পাঠানোর আহবান জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক