৪র্থ দিনের মতো শ্রমিক উত্তাল আশুলিয়া। আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার আন্দোলনরত হাজার হাজার শ্রমিকরা বৃহস্পতিবার ৪র্থ দিনের মতো বিক্ষোভ-সমাবেশ, সড়ক অবরোধ এবং যানবাহন ও কারখানা ভাংচুর করছে। পুলিশের সঙ্গে উত্তেজিত শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সরকারি সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার কারখানাগুলো খুলে দেওয়ার কথা থাকলেও শ্রমিকেরা সকালের দিকে কাজে যোগ দেয়নি। তারা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
এর ফলে আশুলিয়া-আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়া চৌরাস্তা থেকে নরসিংহপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার আশুলিয়ার বাংলাবাজার এলাকার হা-মীম গ্র“পের প্রতিষ্ঠান আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানার প্রধান গেটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এলাকার কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ সময় অন্য কারখানার শ্রমিকরা হা-মীম গ্র“পের শ্রমিকদের সঙ্গে রাস্তায় নেমে আসেন এবং কয়েকটি গাড়ি ভাংচুর করেন। ক্ষুব্ধ শ্রমিকরা মিছিল নিয়ে আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের সবগুলো কারখানায় ঢিল ছুঁড়ে। অবস্থা বেগতিক দেখে এসব কারখানার শ্রমিকদেরও ছুটি দেয় কর্তৃপক্ষ।
সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের জামগড়া, জিরাব, শিমুলতলা, ইউনিক, বগাবাড়ী, গাজিরচট, বাইপাইল, কাঠালতলা এলাকায় খণ্ড খণ্ড মিছিল করে কয়েক হাজার শ্রমিক। তারা ওইসব এলাকার বিভিন্ন কারখানায় হামলা চালায় এবং মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের ওপর ব্যাপক লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সংঘর্ষের কারণে ওইসব সড়কে যানবাহন চলাচল প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে। এ সময় আতংকিত সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। সংঘর্ষকালে ভীতিকর পরিস্থিতিতে সংশি¬ষ্ট এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ, পথচারী, পরিবহনগুলো আতংকে দিগি¦দিক ছোটাছুটি করে।