মিয়ানমারের শরণার্থী বাঁচাতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

মিয়ানমারের শরণার্থী বাঁচাতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

মিয়ানমারে মুসলমানদের ওপর বর্বর হত্যাকাণ্ড বন্ধ ও শরণার্থীদের বাঁচাতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে মানববন্ধন করেছে রাজনীতিক সংগঠন ও সচেতন নাগরিকরা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে আরাকানি সংখ্যালঘু মুসলিম নিধন, গণতন্ত্র ও মানবাধিকার নস্যাতের প্রতিবাদে মানববন্ধন করে ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ (ভাসানি)।

ন্যাপ ভাসানির চেয়ারম্যান মোশতাক আহমেদ ভাসানির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, ন্যাপ ভাসানীর যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ ঢালী, জাতীয় পার্টির নির্বাহী সদস্য মো. মাসুদ চৌধুরী প্রমুখ।

বক্তারা আরাকানি মুসলমানদের ওপর বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে সরকারকে শরণার্থীদের মানবিক সঙ্কটে পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

অপরদিকে দুপুর সোয়া একটার দিকে ‘স্টপ জেনোসাইড মুসলিম ইন বার্মা, মানবতা বনাম সীমান্ত, স্টপ দ্য জেনোসাইড সেফ হিউমিনিটি’ লেখা প্ল্যাকার্ড ধারণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তিন-চার জন সচেতন নাগরিক।

এ কর্মসূচিতে অংশ নেওয়া উন্নয়ন ধারার ট্রাস্ট নামে এক প্রতিষ্ঠানের গবেষক আমিনুর রসুল বলেন, ‘যারা আসছে, মানবিক কারণে তাদের বিষয়টি সরকারের সহানুভূতির সঙ্গে দেখা উচিত। নারী ও শিশু বহনকারী ট্রলার ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের ব্যাক করে দেওয়া মানে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ১৯৭১ সালে আমাদেরও এক কোটি মানুষ শরণার্থী ছিলো। সে কারণেও আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত।’

এ বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ বাড়ানোর আহবান জানান তিনি।

রাজনীতি