লিনাক্সের স্রষ্টা পাচ্ছেন এবারের মিলেনিয়াম পুরস্কার

লিনাক্সের স্রষ্টা পাচ্ছেন এবারের মিলেনিয়াম পুরস্কার

বিশ্বব্যাপী জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের স্রষ্টা লিনাস টোরভাল্ডস এ বছরের মিলেনিয়াম টেকনোলজি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। প্রযুক্তিতে এ মর্যাদাপূর্ণ পুরস্কারটি লিনাসের সঙ্গে এবার ভাগাভাগি করবেন স্টেম সেল বিশেষজ্ঞ ড. শিনিয়া ইয়ামানাকা।

ফিনল্যান্ডের টেকনোলজি একাডেমি লিনাস টোরভাল্ডসকে মনোনীত করার ব্যাপারে বলেছে, লিনাসের উদ্ভাবন বিনিময়যোগ্য সফটওয়্যারের উন্নয়ন, নেটওয়ার্কিং এবং ওয়েবকে মুক্ত করতে অভাবনীয় অবদান রেখেছে।

এছাড়া বিশ্বজুড়ে মুক্ত সফটওয়্যার আন্দোলন বেগবান করতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে এবং এখনো করছে এই লিনাক্স এবং লিনাক্সভিত্তিক সফটওয়্যারের ব্যাপক উন্নয়ন।

টোরভাল্ডস মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের প্রথম সংস্করণটির উদ্ভাবন করেন ১৯৯১ সালে। তখন তিনি ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিঙ্কিতে পড়াশোনা করেন। বর্তমানে অলাভজনক প্রতিষ্ঠান লিনাক্স ফাউন্ডেশনের প্রধান তিনি। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্র চলে আসেন এবং ২০১০ সালে মার্কিন নাগরিকত্ব পান।

ইউজনেট নামের ওয়েবসাইটে লিনাক্স প্রজেক্টটির বিস্তারিত প্রকাশ করে টোরভাল্ডস লিখেছিলেন, একেবারে শখের বশে এটা করা। তার কোনো পেশাদারি বা বড় আকারে কিছু করার ইচ্ছা থেকে এটা তিনি করেননি।

লিনাক্স কার্নেলটির পরে বহুবার পরিবর্তন পরিবর্ধন করা হয়েছে। এখন বেশিরভাগ কম্পিউটার সার্ভার, ডিজিটাল ভিডিও রেকর্ডার, শেয়ারবাজারের যন্ত্রপাতি এবং সম্প্রতি স্মার্টফোনের বাজারে হইচই ফেলে দেওয়া গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মূলত লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম বা সফটওয়্যারের ওপর অনেকাংশে নির্ভর করে।

প্রসঙ্গত, মিলেনিয়াম টেকনোলজি অ্যাওয়ার্ড দু’বছর অন্তর দেওয়া হয়। এ পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ৫২ হাজার ডলার। আর এ-ই প্রথম এ পুরস্কার দু’জন ব্যক্তিকে ভাগ করে দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক