দেশের শেয়ারবাজারকে আবারো `দুষ্টু` বলে আখ্যায়িত করে “এর ওষুধ যেটা সেটা আসছে“ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “পুরো বাজারটাই দুষ্টু। বিনিয়োগকারীদের সবাই বলেন, আমি নিঃস্ব হয়ে গেছি। কিন্তু কেউই বাজার ছেড়ে যাচ্ছেন না।“
পুঁজিবাজার নিয়ে হতাশ কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “আমি হতাশ ।“
প্রসঙ্গক্রমে তিনি জানান, দেশের মোট বার্ষিক বিনিয়োগের মাত্র ১ শতাংশ শেয়ারবাজার থেকে আসে।
এর আগে অর্থ মন্ত্রণালয়ে সমুদ্রগামী জাহাজ মালিক সমিতি ও বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “বাজেট নিয়ে হৈ চৈ হচ্ছে, আরো হবে। তবে কোনো কিছু পরিবর্তনের আগে আরো আলোচনার প্রয়োজন আছে।“
প্রসঙ্গক্রমে তিনি বলেন, “মোবাইল বিলের ওপর করারোপের বিষয়টি এতোটা প্রতিক্রিয়ার সৃষ্টি করবে সেটা আগে বোঝা যায়নি।“
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, “এ ব্যাপারে সিদ্ধান্ত তো আগেই নেওয়া হয়েছে। নীতিমালাও প্রায় চূড়ান্ত। কিন্তু এটা কবে থেকে বাস্তবায়িত হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। বাজেট পাসের পরে এ নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হবে। “
বিদ্যুৎ খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “সার্বিকভাবে বিদ্যুৎ খাত নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে আমাকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আগামী ১৯/২০ জুন এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।“
অবকাঠামো উন্নয়ন তহবিল গঠনে বন্ড ছাড়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এ বিষয়টিও চূড়ান্ত হয়ে গেছে। শুধু এর মেয়াদ ৫ বছর না ১০ বছর হবে এবং এর করের হারের বিষয়টি এখনো ঠিক করা হয়নি। এটি ঠিক হয়ে গেলেই এটা ছাড়া হবে।“