রেলে নিয়োগ কেলেঙ্কারি: ৩ কর্মকর্তা সাসপেন্ড

রেলে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় তিন উর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন, পূর্বাঞ্চলের এডিশনাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া ও সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (ঢাকা) আবু সাঈদ আহমেদ।

মঙ্গলবার ঢাকা থেকে এক আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে রেলের মহাপরিচালক আবু তাহের বাংলানিউজকে নিশ্চিত করেন।

এদিকে রেলমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের মঙ্গলবার রাতে বাংলানিউজকে জানান, রেলের তিন উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সাতজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর আগে রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনার পর রেলওয়েতে নিয়োগ দুর্নীতির অভিযোগে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

রেলওয়ে অধিদপ্তর ও রেল মন্ত্রণালয় রেলের নিয়োগবাণিজ্য নিয়ে পৃথকভাবে তদন্তকাজ শুরু করে। গত ২২ মে রেলের তদন্ত কমিটি ও গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কমিটি রেল মহাপরিচালক আবু তাহেরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রেলের ২৫টি ক্যাটাগরির সাম্প্রতিক নিয়োগে রেল মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিও ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে। তদন্ত কমিটি এ জন্য পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাসহ পাঁচজনকে দায়ী করেছে। বাকিরা হলেন পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী হাফিজুর রহমান, জ্যেষ্ঠ কল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, চিফ কমান্ড্যান্ট আমিনুর রশিদ ও সহকারী বাণিজ্যিক কর্মকর্তা আবু সাঈদ আহমেদ।

কমিটি গত বৃহস্পতিবার রেলসচিব ফজলে কবিরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। মন্ত্রণালয়ের তদন্তে ইউসুফ আলী মৃধার মেয়ের বর ও বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) আরমান হোসেন ও বিভাগীয় প্রকৌশলী (চট্টগ্রাম) আবিদুর রহমানকে আংশিকভাবে দায়ী করা হয়।

বাংলাদেশ