বিরোধী দলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিল বলেছেন, ‘রাস্তায় বা মাঠে নয়, পার্লামেন্টে আসেন। অন্তর্বর্তী সরকারের বিকল্প প্রস্তাব দিন।’
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সেমিনার হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘ধ্বংসাত্মক কর্মসূচি না, সংসদের এসে দাবি আদায়ের কথা বলুন’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোদী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘রাজপথে হুমকি ধমকি দেওয়ার কিছু নেই। তা দিয়ে লাভও হবে না।’
এ সময় ‘গণতান্ত্রিক পক্রিয়া এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক সরকার আর নয়’ বলেও মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকার কিভাবে দায়িত্ব পালন করবে তার রূপরেকা ব্যাখ্যা করে জলিল বলেন, ‘অন্তর্বর্তী সরকার দাপ্তরিক কাজ করবে। নির্বাচন কমিশনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব স্বাধীনভাবে পালন করবে।’
তিনি বলেন, ‘ছয় দফা হলো বাঙালির স্বাধীনতা ও মুক্তির সনদ। বঙ্গবন্ধু যাকে মুক্তির সোপান বলেছিলেন।’
জলিল বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পেরিয়েছে। আমরা রাজনৈতিক মুক্তি, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। স্বৈরশাসকরা গণতন্ত্র পিছিয়ে দিয়েছে।’
সোমবারের গণসমাবেশে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংবিধানে তত্ত্বাবধায়কের কোন স্থান নেই। আমরা যখন তত্ত্বাবধায়কের দাবি করেছিলাম তখন সংবিধান ছিলো বিকৃত। স্বৈরশাসকরা গণতন্ত্রের চরিত্র নষ্ট করে দিয়েছিলো।’
বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা ও বাংলাদেশ শান্তি পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, শতীস চন্দ্র রায়, সাবেক সংসদ সদস্য ও ছয় দফা আন্দোলনের নেতা খালেদা মোহাম্মদ আলী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।