অবশেষে কমেছে মুরগির দাম

অবশেষে কমেছে মুরগির দাম। গত কয়েক সপ্তাহে মুরগির দাম বাড়ার কারণে মুরগি সাধারণ এবং মধ্যবিত্তদেও বাজার তালিকা থেকে প্রায় বাদ পড়ে গিয়েছিল।

কিন্তু এই সপ্তাহে মুরগির দাম কমেছে। ব্রয়লার মুরগি রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা যা গত সপ্তাহে ছিল ১৮৫ টাকা থেকে ১৯০ টাকা।

তবে লেয়ারের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা করে। বর্তমানে বিক্রি হচ্ছে ২শ টাকা কেজি।

এছাড়া ৮শ গ্রাম ওজনের প্রতিটি পাকিস্থানি কক বিক্রি হচ্ছে ২শ ২০ টাকা করে।

সাদা ডিমের দাম কমেছে হালি প্রতি দুই টাকা করে যা এখন বিক্রি হচ্ছে ৩৮ টাকার বদলে ৩৬ টাকায়।

লাল ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা হালি এছাড়া হাঁসের ডিম ৩৮ টাকা, দেশি মুরগির ডিম হালি প্রতি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

গরুর মাংস ২৭০ টাকা এবং খাসির মাংস ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে কিছু কিছু সবজির দাম বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা করে। যা গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা করে। ৩০ টাকার টমেটো বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি প্রতি।

পেঁপের দাম কমেছে কেজি প্রতি ১০ টাকা করে। বর্তমানে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা দরে।

তবে বাজেটের পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক অবস্থায় রয়েছে। পুরাতন মোটা চাল ২৮-৩০, মাঝারি ৩২-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাজিরশাইল ৪৬-৪৮, মিনিকেট ৪০-৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

তবে চিনির দাম ২ টাকা করে কমেছে যা এখন ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লবনের দাম আগের সপ্তাহের মত আছে যা এখন মোটা লবন বিক্রি হচ্ছে ১৫-টাকা ও চিকন প্যাকেটজাত লবন বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকা কেজি দরে।

সয়াবিন এবং আটা, ময়দার দাম আগের সপ্তাহের দরে বিক্রি হচ্ছে।

তবে মাছের দাম বেড়েছে যেমন ৭শ টাকার রুপচাঁদা এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৮শ থেকে ৯শ টাকা কেজি দরে।

কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি যা গত সপ্তাহে ছিল ৩শ টাকা। ১০ থেকে ১২ কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৫শ ৫০ টাকা কেজি দরে যা গত সপ্তাহে ছিল ৩৫০-৪০০ টাকা

অর্থ বাণিজ্য