পিত্তথলি অপারেশনের জন্য লন্ডন গেলেও দেশের একজন সার্জনের হাতেই যেন সেই অপারেশন হয়, এমনটাই চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অবশ্য বঙ্গবন্ধুর সেই ইচ্ছা পূরণও হয়েছিলো। ১৯৭২ সালের ৩০ জুলাই লন্ডনে রাণী এলিজাবেথের ব্যক্তিগত চিকিৎসক স্যার এডওয়ার্ড মুঈর ও ডা. কাজী নজরুল ইসলামের হাতে বঙ্গবন্ধুর সেই অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
সোমবার দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে ‘বৃটেনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পিত্তথলি অস্ত্রোপচার’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনাসভায় এসব তথ্য তুলে ধরা হয়।
বঙ্গবন্ধুর অস্ত্রোপাচার সংক্রান্ত নানা স্মৃতিচারন করে এসব তথ্য তুলে ধরেন, ডা. কাজী নজরুল ইসলাম।
মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এসএ হাফিজের সঞ্চালনায় স্মৃতিচারণে আরো অংশ নেন, সাহিত্যিক ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক মো. শহীদুল্লাহ।
সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সারা পৃথিবীতে চিকিৎসকরা মহান মানুষের সেবা দিতে গিয়ে অনেক বই লিখলেও আমাদের দেশে এমনটা কমই দেখা যায়। তবে মওলানা ভাসানীর চিকিৎসা সম্পর্কিত বিষয়ে তিনি যথেষ্ট লিখেছেন। অন্যদিকে ১৯৭২ সনে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিকিৎসা চলছিল তখন এ বিষয়ে নিয়মিত খবর নিয়েছেন ও লিখেছেন ডা. কাজী নজরুল ইসলাম। এমতাবস্থায় দীর্ঘকাল পরে হলেও আজকের এই আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর চিকিৎসা সম্বর্কিত অজানা অনেক তথ্য সকলের জানার সুযোগ হলো।’
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা’ জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ডা. নজরুল ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় নিজে গাড়ি চালিয়ে যুদ্ধের জন্য প্রয়োজনীয় কাপড়, খাদ্য, চিকিৎসা সামগ্রী সংগ্রহ ও যুদ্ধরত স্থানে প্রেরণের উদ্যোগ নিয়েছিলেন। সকল মুক্তিকামী মানুষকে সংগঠিত করতে তার অনন্য অবদান জাতি সশ্রদ্ধভাবে চিরকাল স্মরণ করবে।’