মিয়ানমারে আটকে পড়া ১৬ বাংলাদেশি এখনো ফেরেননি

মিয়ানমারে আটকে পড়া ১৬ বাংলাদেশি এখনো ফেরেননি

মিয়ানমারে রাখাইন ও রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে সৃষ্ট দাঙ্গার পর সে দেশে আটকে পড়া অপর ১৬ বাংলাদেশি ব্যবসায়ী  সোমবার বিকেল পর্যন্ত দেশে ফিরে আসেননি।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ স্থলবন্দরের ইমিগ্রেশন ইন-চার্জ কাদের সিদ্দিকী জানান, মিয়ানমারে আটক অপর ১৬ ব্যবসায়ীর ব্যাপারে সে দেশের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

সোমবার এদের ফেরত পাঠানোর কথা থাকলেও এখানো ফেরত পাঠানো হয়নি।

তিনি আরও জানান, মিয়ানমারে থাকা ব্যবসায়ীদের সঙ্গে সে দেশের প্রশাসন যোগাযোগ করেছে। ওই ব্যবসায়ীরা মিয়ানমারের সীমান্ত শহর মংডুর বাইরে অবস্থান করছেন। ওখানে রোববার থেকে জরুরি অবস্থা বিরাজ করায় তারা মুংডুতে আসতে পারছেন না। মংডুর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্র ও শনিবার মিয়ানমারে সৃষ্ট দাঙ্গার কারণে বাংলাদেশের ৫৫ জন ব্যবসায়ী সে দেশে আটকা পড়েন। এর মধ্যে রোববার দুপুর ৩টার দিকে ৩৯ জন টেকনাফ স্থলবন্দর দিয়ে দেশে ফিরে আসেন। অপর ১৬ জন এখনো মিয়ানমারে রয়েছেন।

একই সঙ্গে রোববার দুপুরে বাংলাদেশে আটক থাকা মিয়ানমারের ২শ ৭১ ব্যবসায়ীর মধ্যে ১০ জন নিজ দেশে ফিরে গেছেন।

বাংলাদেশ