অগণতান্ত্রিক তত্ত্বাবধায়কের ফাঁদে পা নয় : সুরঞ্জিত

অগণতান্ত্রিক তত্ত্বাবধায়কের ফাঁদে পা নয় : সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, “অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফাঁদে পা দেবে না আওয়ামী লীগ। বর্তমানে যে নির্বাচন কমিশিন রয়েছে, তা খুবই শক্তিশালী। এর মাধ্যমেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।”

রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত “সংবিধানের বাইরে কোনো আলোচনা কিংবা অনির্বাচিত সরকারের অধীনে কোনো নির্বাচন নয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “আজকের গণসমাবেশে মনস্থির করুন, যাতে সংসদে ফিরে আসা যায়। সংসদে ফিরে আসা আপনার জন্য অমর্যাদাকর নয়, এটা আপনার অধিকার। সব বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে পারে। তবে সেটা হতে হবে সংবিধান ভিত্তিক। সংবিধানের বাইরে আলোচনা করলে সরকার সমালোচিত হবে।”

তিনি বলেন, “গণতন্ত্রে মতবিরোধ থাকতে পারে। তবে তা সমাধানের জন্য প্রতিষ্ঠানের (সংসদ) কাছে যেতে হবে। বর্তমানে বিরোধী দল সংসদে না গিয়ে আল্টিমেটাম দিয়ে রাজপথে নেমে সংঘর্ষ করছে। এটি যেমন অর্থনীতির জন্য ক্ষতিকর, তেমনি বিরোধী দলকে এর জন্য ভুগতে হবে।”

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগের ঢাকা মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

রাজনীতি