চলতি ২০১১-১২ অর্থবছরের ১ লাখ ৬১ হাজার ২১৩ কোটি টাকার সংশোধিত বাজেট পাস হয়েছে সংসদে। সোমবার জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে এ বাজেট পাস করা হয়।
সংশোধিত বাজেট পাস শেষে ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল ২০১২’ সংসদে উপস্থাপন ও পাস করা হয়।
এর আগে ২০টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য সম্পূরক অর্থায়ন চেয়ে সংসদে দাবি প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর বিপরীতে ২২৮টি ছাঁটাই প্রস্তাব জমা পড়ে। আলোচনার মাধ্যমে ছাঁটাই প্রস্তাবগুলো কণ্ঠভোটে বাতিল হয়ে যায়।
সম্পূরক বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সম্পূরক বাজেটে খরচ বেশি হয়নি। কমই হয়েছে। কিন্তু কিছু কিছু মন্ত্রণালয়ে একটু বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর পরিমাণ ৮ হাজার ৮৮০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা।’
উল্লেখ্য, সংশোধিত বাজেটে মূল বাজেটের তুলনায় আকার বা মোট ব্যয় কমেছে। তবে সার্বিকভাবে মোট ব্যয় কমলেও টাকার অঙ্কে বাজেট ঘাটতি বেড়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাট করা হয়েছে।
চলতি অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে এর আকার কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ২১৩ কোটি টাকা।
চলতি অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৮ হাজার ৩৮৫ কোটি টাকা। রাজস্ব আদায়ের এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সংশোধিত বাজেটে এর পরিমাণ হিসাব করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৮৮৫ কোটি টাকা।
বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা ছিল ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। এটা বেড়ে ৪৬ হাজার ৩২৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।
অন্যদিকে রাজস্ব (অনুন্নয়ন) খাতে ব্যয় কমেছে। মূল বাজেটে এ খাতে ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ২ হাজার ৯০৩ কোটি টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ১ লাখ ৯৮৫ কোটি টাকা।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ব্যয় ধরা হয়েছিল ৪৬ হাজার কোটি টাকা। এটা কাটছাট করে করা হয়েছে ৪১ হাজার ৮০ কোটি টাকা।