“পদ্মাসেতুর অর্থছাড় জটিলতা নিরসনে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করবে” বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
সোমবার বিকেলে অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা জানান।
“পদ্মাসেতুর অর্থ ছাড় করা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সৃষ্ট জটিলতা নিরসনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে চায়“ উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের জন্য পদ্মাসেতুর গুরুত্বের বিষয়টি বিশ্বব্যাংককে বোঝানো হবে। পদ্মাসেতুর সঙ্গে মংলা ও বেনাপোল বন্দরেরও সম্পর্ক রয়েছে। একই সঙ্গে ভারত ও নেপালের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পরে এ প্রসঙ্গে অর্থমন্ত্র্রী বলেন, “পদ্মাসেতুর অর্থায়ন ও জটিলতা নিরসনে আমি সকল দাতাগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছি। পদ্মাসেতু নিয়ে বাংলাদেশের শুভানুধ্যায়ী এডিবি, জাইকা, আইডিবি ও বিশ্বব্যাংকের সঙ্গে কথা হয়েছে।”
আলোচনার অগ্রগতির কি হয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “আলোচনার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক বাংলাদেশকে একটি চিঠি দিয়েছে। খুব শিগগিরই এ চিঠির জবাব দেওয়া হবে। আর বিশ্বব্যাংকের এ চিঠির সূত্রেই আমি বলেছি যে, আসছে জুলাইয়ের মধ্যেই পদ্মাসেতুর বিষয়টি চূড়ান্ত করা হবে।”