পাকিস্তান থেকে মার্কিন মধ্যস্থতাকারীদের প্রত্যাহার

পাকিস্তান থেকে মার্কিন মধ্যস্থতাকারীদের প্রত্যাহার

আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ পথ নিয়ে জটিলতা নিরসনে পাকিস্তানে নিয়োজিত মধ্যস্থতাকারীদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে রসদ সরবরাহ পথ নিয়ে চলতি সমস্যার ব্যাপারে কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়ে গেল।

এ ব্যাপারে সোমবার পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেছেন মধ্যস্থতাকারী দলটিকে ফিরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছেন। দলের একাংশ এ সপ্তাহেই ইসলামাবাদ ছেড়েছে আর বাকিরা খুব শিগগিরই দেশে ফিরবে বলে জানিয়েছেন তিনি।

মধ্যস্থতাকারীরা সংশ্লিষ্ট বিষয়ে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়েছেন বলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে পাক-আফগান সীমান্তে মার্কিন বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান।

আন্তর্জাতিক