সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স আক্রান্ত আরও ১৯ রোগীর সন্ধান

সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স আক্রান্ত আরও ১৯ রোগীর সন্ধান

সিরাজগঞ্জের শাহজদাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের পাঁচিল গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত আরও ১৯  রোগীর সন্ধান মিলেছে।

এরা হলেন- শান্তনা খাতুন (৭), আনজুয়ারা বেগম (৪৮), হামিদুল ইসলাম (১২), সোনিয়া খাতুন (৮), নাজরীন খাতুন (১০), আজমিরা খাতুন (১০), আজমাইল ইসলাম (১৫), নজরুল ইসলাম (২২), মমতা খাতুন (১০), রাজিয়া (৬০), সাগর (৩৫), আমিনা বেগম (২৮), আব্দুল হামিদ (৩৫), আল্লাদি খাতুন (৯), সোমা খাতুন (১২), মেরাজুল ইসলাম (২০), রুনা খাতুন (৮), শ্যামলী খাতুন (৯) ও মায়া খাতুন (৮)।

এ নিয়ে গত এক সপ্তাহে জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০ জনে।

এবিষয়ে সিভিল সার্জন ডা. নাজিমুদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২ জুন শাহজাদপুরের পাঁচিল গ্রামের মান্নান ব্যাপারীর একটি অসুস্থ গরুর মাংস খাওয়ার পর একের পর এক এ রোগে আক্রান্ত হচ্ছেন।

বাংলাদেশ