সংসদের সংরক্ষিত নারী আসনের নতুন পাঁচ নারী সাংসদ শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠিত হয়।
সংসদ ভবনের শপথ কক্ষে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট।
শপথ গ্রহণের পর সংসদ সচিবের কক্ষে সংসদ সদস্যদের স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন নতুন পাঁচ নারী সাংসদ।
এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সাবেক সহকারী অ্যার্টনি জেনারেল অ্যাডভোকটে ফজিলাতুন্নেসা বাপ্পী
বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পূর্তির সময় এসে আমি একজন আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পেয়েছি। একটি প্রত্যয়ই ব্যক্ত করতে চাই, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সংসদের ভেতরে এবং বাইরে সর্বোচ্চ কাজ করে যাব।’
তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। বাংলাদেশের মাটিতে রাজাকার, আলবদর, আল শামসরা যাতে বাংলাদেশের পতাকা নিয়ে চলতে না পারে, সে লক্ষ্যে আমি কাজ করে যাব।’
বেবী মওদুদ বলেন, ‘আমার দায়িত্ববোধ থেকে সর্বোচ্চ দায়িত্ব পালনের চেষ্টা করে যাব। একজন এমপি হিসেবে সাংবাদিক, নারী ও প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাব।’
এ সময় হাসিনা মান্নান সঠিকভাবে কাজ করার জন্য সবার দোয়া চান।
চলতি বছরেই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।
গত ২৬ নভেম্বর রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে পাঁচ আসনের জন্য পাঁচজনের নাম চূড়ান্ত করা হয়।
৮ ডিসেম্বর এই পাঁচজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
১৩ ডিসেম্বর এই পাঁচজনকে জয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়।
নব নির্বাচিত এই পাঁচ নারী এমপি হলেন- সাংবাদিক এএন মাহফুজা খাতুন বেবী মওদুদ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম শাখার নেত্রী হাসিনা মান্নান ও সাবেক সহকারী অ্যার্টনি জেনারেল অ্যাডভোকটে ফজিলাতুন্নেসা বাপ্পী।
চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হুইপ আসম ফিরোজ ও সংসদ সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহ্ফুজুর রহমান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ।