তফসিলি ব্যাংকগুলোতে অনিয়ম দিন দিন বাড়ছে। অতীতের চেয়ে ব্যাংকগুলো বেশি অনিয়মে এবং অস্বচ্ছ প্রতিযোগিতায় জড়িয়ে পড়ছে। এমন তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল। এতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন এবং তদারকি পদ্ধতির গুণগত মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
রোববার ৫টায় বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে তিনি অসন্তুষ্টি প্রকাশ করে এ ব্যাপারে পরিদর্শন দলকে আরো কঠোর হতে নির্দেশ নিয়েছেন। বৈঠকের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে ব্যাংক পরিদর্শন বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামানসহ ব্যাংক পরিদর্শন বিভাগ-১, ব্যাংক পরিদর্শন বিভাগ-২, ব্যাংক পরিদর্শন বিভাগ-৩, ভিজিলেন্স বিভাগের মহাব্যবস্থাপক, অব সাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক এবং আরো ১২টি বিভাগের মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, গভর্নর বাণিজ্যিক ব্যাংক পরির্দশন পদ্ধতি আন্তর্জাতিক মানের করার কথা বলেছেন। একই সাথে খেলাপি ঋণ, ক্যামেলস রেটিংসহ ব্যাংকিংখাতের আর্থিক সূচক আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করার কথা বলেন।
সূত্র বলছে, বর্তমানে বিশেষ পরিদর্শনে বিভিন্ন ব্যাংকের অনিয়ন বেরিয়ে আসায় সন্তোষ প্রকাশ করেছেন গভর্নর ড. আতিউর রহমান। বৈঠকে ব্যাংক পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপকরা জানান, বাণিজ্যিক ব্যাংকগুলো শাখা বেড়ে যাওয়া কারণে কেন্দ্রীয় ব্যাংকের অপর্যাপ্ত লোকবল কারণে সঠিক ভাবে পরিদর্শন করা যাচ্ছে না। এ কারণে অনেক অনিয়ম আড়ালেই থেকে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্যাংক পরিদর্শনে যেসব অনিয়ম উঠে এসেছে বৈঠকে তা তুলে ধরা হয়। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন গভর্নর।
বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা তাদের বক্তব্যে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী ‘তদারক জাল’ থাকার কারণে নানা অনিয়ম বেরিয়ে আসছে।