যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ই-টিকেটিংকে জনপ্রিয় করে তোলা হবে। টিকিটের কালোবাজারি রোধে মোবাইল টিকেটিং পদ্ধতি বন্ধ করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলেই আমরা মোবাইল টিকেটিং পদ্ধতি বন্ধ করবো।’
শনিবার সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশন পরিদর্শনকালে রেলমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রেলওয়েকে ডিজিটালাইজেশন করার উদ্যোগ আমরা নিয়েছি। টিকেট কাটতে গিয়ে যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানির মধ্যে না পড়তে হয় সেজন্য আমরা ই-টিকেটিংকে জনপ্রিয় করার চেষ্টা করছি।’
রেলমন্ত্রী বলেন, ‘ই-টিকেটিং শিগগিরই ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ ই-টিকেট বরাদ্দ দেয়া হবে।’
মোবাইল টিকেটিংয়ের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘মোবাইল টিকেটিংয়ে শতভাগ কালোবাজারি করার সুযোগ রয়েছে। এ ব্যাপারে আমাদের কাছে অভিযোগও এসেছে।’
সদ্যপ্রয়াত সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখার হোসেন শামীমের শোকসভায় যোগ দিতে শনিবার সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য পারাবত এক্সপ্রেসে ওঠেন।
পারাবত এক্সপ্রেসে চড়ার আগেই বিমানবন্দর স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী। তিনি এ সময় কিছু ভুল-ত্রুটি দেখিয়ে দিয়ে দ্রুত সেগুলো সমাধানের নির্দেশ দেন। বর্তমানে মন্ত্রী সিলেটে অবস্থান করছেন।