বাজেট নিয়ে সংশয়বাদীরা সমালোচনা করছেন: সুরঞ্জিত

বাজেট নিয়ে সংশয়বাদীরা সমালোচনা করছেন: সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী  সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাজেট গ্রহণযোগ্য ও বাস্তবায়নযোগ্য হয়েছে। সংশয়বাদীরা সমালোচনার খাতিরে সমালোচনা করছেন।

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করার দাবিতে শনিবার সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সামনে জয়বাংলা সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রস্তাবিত বাজেটের আকার বড় হয়েছে- কিংবা নির্বাচনী বাজেট হয়েছে- এমন সমালোচনার জবাবে সুরঞ্জিত বলেন, দেশের অর্থনীতি বড় হবে আর বাজেট বড় হবে না, তা হতে পারে না।

শরীর বড় হলে জামাও বড় হবে। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগের বাজেট রাজনৈতিক হবে না, তাহলে কি সামরিক হবে?

সুরঞ্জিত বলেন, আশঙ্কাবাদী ও সংশয়বাদীরাই গত বাজেটের পর বলেছিল, দেশের সর্বনাশ হয়ে যাবে। কিন্তু সঠিক মূদ্রানীতির কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েনি। বিশ্ব মন্দা সত্ত্বেও আমাদের অর্থনীতি অগ্রসর ছিল।
উন্থাপিত বাজেট বাস্তবায়ন হবে কিনা- এমন সমালোচনার জবাবে সুরঞ্জিত বলেন, যেহেতু এই সরকারের সময়ে তিনটি বাজেট বাস্তবায়িত হয়েছে, এ বাজেটও বাস্তবায়ন হবে।

চমকের রাজনীতি আওয়ামী লীগ বা মহাজোট করে না। আমরা জনগণ ও দেশকে অগ্রসর করার রাজনীতি করি। ১১ জুন ১৮ দলের সমাবেশ সম্পর্কে তিনি বলেন, আপনরা বলছেন রেলপথ, নৌপথ সব অবরোধ করে দেবেন, অবরোধ না করতে পারলেও আপনারা বিরোধ করতে পারবেন, কারণ অপনারা বিরোধী দলে আছেন।

বিরোধী দলকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, আপনারা চান সংলাপ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, সমস্ত দলের অংশগ্রহণ এবং সংবিধান অর্ন্তগত নির্বাচন; সেটা আমরাও চাই। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংসদে আসুন, যতক্ষন কথা বলতে চান বলতে পারবেন। আপনাদের বিকল্প বাজেট নিয়েও অলোচনা হবে।

সুরঞ্জিত বলেন, যুদ্ধাপরাধীর বিচার থেকে সরে আসার ক্ষমতা আমাদের নেই। কারণ জনগণ বিশেষ করে নতুন প্রজন্ম এই বিচার করার জন্য আমাদের ম্যান্ডেট দিয়েছে। বিচার চলবে এবং আইনসম্মত বিচার হবে। রাষ্ট্রের চার নীতি মানবেন, বিচার মানবেন না কেন? আসল সমস্যা হচ্ছে আপনাদের রাজনৈতিক দেউলিয়াপনা।

জয়বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি সালাউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শিবু রায়, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

রাজনীতি