হ্যাকারদের বৈশ্বিক সংগঠন অ্যানোনিমাস ভারতের ১৬ শহরে অনুষ্ঠেয় প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহবান জানিয়েছে।
ভারতের ইন্টারনেটের ওপর অত্যধিক সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপের চেষ্টার বিরুদ্ধে বিশ্বের হ্যাকারদের এই সংগঠনটি ভারতের ১৬ টি বড় শহরে শনিবার বিকেলে বিক্ষোভের ডাক দেয়।
ফাইল শেয়ারিং ওয়েবসাইটে ঢোকার সুযোগ বন্ধ করে দিতে ভারতের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারের দেওয়া নির্দেশের প্রতিবাদে অ্যানোনিমাসের ভারতীয় অংশ এই কর্মসূচি ঘোষণা করে।
২৯ মে চেন্নাইয়ের একটি আদালতের নির্দেশের ওপর ভিত্তি করে ভারত সরকার ওই পদক্ষেপ গ্রহণ করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এই নির্দেশের ফলে পাইরেটেড চলচ্চিত্র ও গান থাকলে এমনকি বৈধ ওয়েবসাইটেও ঢোকার সুযোগ রুদ্ধ হয়ে যায়। ভারত সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে অ্যানোনিমাস। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে অ্যানোনিমাসের হ্যাকাররা ভারতের সরকারি ওয়েবসাইটেও হামলা চালায়।
বুধবার তাদের হ্যাকিংয়ের শিকার হয় রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিকম সরবরাহকারী প্রতিষ্ঠান এমটিএনএলের সাইট । প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকলেই চোখে পড়ে অ্যানোনিমাসের লোগো।
একই দিন প্রকাশিত এক খোলা চিঠিতে গ্রুপটি ইন্টারনেট নিয়ন্ত্রণ করার জন্য একটি ‘গ্রেট ইন্ডিয়ান ফায়ারওয়াল’ নির্মাণের প্রচেষ্টার জন্য ভারতীয় সরকারকে অভিযুক্ত করেছে।
অ্যানোনিমাসের পক্ষ থেকে এর প্রতিবাদে ইন্টারনেট ব্যবহারকারী এবং সমর্থকদের দিল্লি ও ব্যাঙ্গালোর সহ ভারতের অন্যান্য ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তিপূর্ন প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার আহবান জানানো হয়।
প্রতিবাদ বিক্ষোভে শামিল হওয়ার জন্য করণীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইনের মাধ্যমে সরবরাহ করা হয় অ্যানোনিমাসের তরফ থেকে।
বিক্ষোভে অংশগ্রহণকারী প্রত্যেককে এ সময় অ্যানোনিমাসের লোগে, সপ্তদশ শতকের বিপ্লবী গায় ফকসের মুখোশ পরিধান করার আহবান জানানো হয়েছে।
একই সঙ্গে অ্যানোনিমাস স্লোগানও উচ্চারণ করার আহবান জানানো হয়েছে। উল্লেখ্য, ভারতে এ ধরণের প্রতিবাদ বিক্ষোভ এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।