বিচার বিভাগ সম্পর্কে সংসদ সদস্যদের সতর্কতার সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে বিতর্ক প্রসঙ্গে শেখ হাসিনা সংসদ সদস্যদের এ পরামর্শ দিয়েছেন বলে সূত্র জানায়।
সূত্র আরো জানায়, বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে সভায় কথা উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগের প্রতি নমনীয় মনোভাব পোষণ করেছেন।
এ সময় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বিচার বিভাগ সম্পর্কে কথা বলার সময় সতর্ক থাকতে বলেন।
সভায় দলের সভাপতিমণ্ডলির সদস্য প্রবীন আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ কেউ কেউ বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যকার বিতর্কের প্রসঙ্গটি তুলেন। এসময় তারা এ বিতর্কের সন্তোষজনক সমাধান চান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, “বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ কোনোটাই আলাদা না, সবই আমাদের। তাই বিচার বিভাগ সম্পর্কে কথা বলতে হলে সতর্ক হয়ে কথা বলতে হবে।”
সূত্র জানায়, সভায় বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি, সংলাপ বিষয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী সংলাপের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আবারো নাকোচ করে দিয়েছেন।
তিনি বলেছেন, অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দলের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাসিম অন্তবর্তীকালীন সরকারের প্রসঙ্গটি তুললে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, সংলাপ যদি হতে হয়, তবে সেটা হতে হবে সংবিধানের আলোকে। সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না।