কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না : সাজেদা চৌধুরী

কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না : সাজেদা চৌধুরী

‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। কোনো বাধাই আমাদের এ অগ্রযাত্রাকে রুখতে পারবে না’ বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ’ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ এবং নীতি নিয়েই আমাদের পথ চলতে হবে। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করিনি এবং ভবিষ্যতে কখনো অপশক্তি ক্ষমতায় এলেও করবো না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী, একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারাহ আরা মাহমুদ।

বাংলাদেশ