রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং মিলভিক (বিমা) অব সুইডেনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় কৌশলগত অংশিদারিত্ব চুক্তি সই করেছে।
রবির চিফ ফিনান্সিয়াল অফিসার এবং ভারপ্রাপ্ত চিফ এক্সিকিউটিভ অফিসার মাহতাবউদ্দিন আহমেদ, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কামরুল হাসান এবং মিলভিক (বিমা) এর চিফ এক্সিকিউটিভ অফিসার গুসতাফ এগার্টসন রবির কর্পোরেট অফিসে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং মিলভিক (বিমা) রবি গ্রাহকদের উদ্ভাবনী সেবা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির চিফ স্ট্র্যাটেজিক অফিসার ইউশিশিগি হাসিগুয়া, ভাইস প্রেসিডেন্ট (নিউ বিজনেস ও কর্পোরেট স্ট্র্যাটেজি) আহমেদ আরমান সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট (লিগ্যাল) মোহাম্মদ শাহেদুল আলম, ম্যানেজার (প্রজেক্ট ম্যানেজম্যান্ট) কাজী মহিউদ্দিন আহমেদ, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ডিএমডি এম এম মনিরুল আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রফিকুল আলম ভূঁইয়া, প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের এমডি ও সিইও এম জে আজিম, মিলভিক (বিমা) বিজনেস উন্নয়ন বিভাগের হেড মাথিলদা সট্রোম এবং মিলভিক (বিমা) এর এশিয়া বিষয়ক পরিচালক পুয়া লিম ইও উপস্থিত ছিলেন।