পাকিস্তানের ব্যাপারে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে: প্যানেট্টা

পাকিস্তানের ব্যাপারে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে: প্যানেট্টা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা বলেছেন, ‘আফগান সীমান্তে মার্কিন বাহিনীর ওপর হামলাকারী জঙ্গিদের অভয়াশ্রয় পাকিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’

এশিয়া সফরের শেষ ধাপে বৃহস্পতিবার কাবুলে আফগান প্রতিরক্ষামন্ত্রী আবদুর রহিম ওয়ারদাকের সঙ্গে এক বৈঠকে এ ক্ষোভ ব্যক্ত করেন প্যানেট্টা।

এশিয়া সফরে পাকিস্তানের চিরশত্রু ভারত ঘুরে গেলেও ইসলামাবাদে যাননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এ থেকে অনুমান করা যায় পাক-মার্কিন বর্তমান সম্পর্কের গতিপ্রকৃতি কতোটা বৈরী।

প্যানেট্টা তালেবান ও আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গ্রুপ হাক্কানি নেটওয়ার্কের উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাস পাকিস্তানের উপজাতীয় জেলা উত্তর ওয়াজিরিস্তানে এ গ্রুপটির ঘাঁটি রয়েছে।

তিনি বলেন, ‘সীমান্তের অপর পারে এখনো হাক্কানির নিরাপদ আশ্রয় রয়েছে- এ বিষয়টি উদ্বেগ বাড়িয়ে তুলছে। নিজ ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে মার্কিন সেনাদের ওপর সন্ত্রাসীদের আক্রমণ বন্ধ করার জন্য পাকিস্তানকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’

তবে জঙ্গিদের ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা না নেওয়ায় পাকিস্তানের ওপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ‘আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যাচ্ছি।’

উল্লেখ্য, আফগানিস্তানে গত দশ বছরের যুদ্ধে কয়েকটি ভয়াবহ হামলার জন্য হাক্কানি গ্রুপকে দায়ী মনে করে আফগান ও মার্কিন কর্মকর্তারা। এর মধ্যে গত এপ্রিলে রাজধানী কাবুলে ১৮ ঘণ্টার বন্দুকযুদ্ধের পেছনে হাক্কানি সদস্যরা ছিল বলে মনে করা হয়।

হাক্কানি গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে বারবার চাপ দিয়ে আসছে। কিন্তু পাকিস্তান বলছে, স্থানীয় তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করা মানে শত্রুর ব্যাপারে বাড়াবাড়ি করা কারণ এরা পাকিস্তানের জন্য মোটেও হুমকি নয়।

অপরদিকে বিশ্লেষকরা মনে করেন, হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে লড়ার মতো সার্মথ পাকিস্তানের নেই। এরা এতো সংগঠিত, সুশৃঙ্খল যে হাজার হাজার যোদ্ধাকে তারা পরিচালনা করছে আর এদের হারানো খুব কঠিন।

আন্তর্জাতিক