আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, “মানুষ জন্মের পর কে কি হবে- তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা গ্যারান্টি আছে যে তার মৃত্যু হবে। কিন্তু অপমৃত্যু আমাদের কারোই কাম্য নয়। আমরা এটা মেনে নিতে পারি না।”
বুধবার বেলা ১১টায় ডিবি মিডিয়া সেন্টারে আয়োজিত জাতীয় সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক ফোরাম ‘মিছিল’-এর ২৮ বছর পূর্তিতে সংগঠক ও সাংবাদিক টিএম মেহেদী মাসুদের ‘তুমি রবে নীরবে’ শীর্ষক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমু বলেন, “মেহেদী মাসুদ বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতো। এখন এই শোকার্ত পরিবারকে শান্তনা দেওয়ার মতো আমার ভাষা নেই। এই পরিবার যেন দ্রুত শোক কেটে উঠতে পারে এই কামনা করি।”
অন্যান্য বক্তারা বলেন, “সন্ত্রাসীদের হাতে আর যেন কারো প্রাণ না যায়।” তারা মেহেদী মাসুদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন ‘মিছিলের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি শেখ লুৎফুজ্জামান কাফি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহত মেহেদী মাসুদের মা আমেনা বেগম, গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র পরিদর্শক ডিএ তায়েব, জনতা ব্যাংকের পরিচালনা মণ্ডলীর সদস্য বলরাম পোদ্দার, অভিনেতা জাহিদ হাসান প্রমুখ।
প্রসঙ্গত, আট মাস আগে টাঙ্গাইলের মির্জাপুরে সন্ত্রাসীরা মেহেদী মাসুদকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ আসামির মধ্যে ৩ জন গ্রেফতার এবং অপর ২ জন জামিনে মুক্ত রয়েছে।