“ব্যবসায়ী-শিল্পপতিরা কর ফাঁকি দেন” শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিরা। তার এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
বুধবার বিকেলে এফবিসিসিআই’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মধ্যমে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁও হোটেলে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ট্যাক্স-ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, “ব্যবসায়ী-শিল্পপতিরা ব্যবসায় লোকসান দেখিয়ে বিপুল পরিমাণ কর ফাঁকি দিচ্ছেন।” সংবাদটি দেশের বিভিন্ন পত্রিকা, অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়, এফবিসিসিআই দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের ঢালাও মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছে। এফবিসিসিআই মনে করে মন্ত্রীর এই নেতিবাচক মন্তব্যে ব্যবসায়ী সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত কয়েক বছরে রাজস্ব আয় পর্যালোচনায় দেখা গেছে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি গড়ে ২২ শতাংশের ওপরে। ২০০৮-২০০৯ সালে রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত রাজস্ব প্রাপ্তি ৫০,২১৩ কোটি টাকা, ২০০৯-২০১০ অর্থ বছরে আয় হয়েছে ৫৯,৭৪৩ কোটি টাকা (প্রবৃদ্ধি ১৮.৯৯%), ২০১১-২০১২ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ৯২,৩৭০ কোটি টাকা (প্রবৃদ্ধি ২২.১৮%) এবং পত্রিকা মাধ্যমে জানতে পেরেছি ২০১২-২০১৩ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ১,১২,৫৭০ কোটি টাকা (প্রবৃদ্ধি প্রায় ২১.৮৬%)। ব্যবসায়ী শিল্পপতিরা কর ফাঁকি দিলে এ ধরনের প্রবৃদ্ধি রাজস্ব আদায়ের ক্ষেত্রে সম্ভব হতো না। বর্তমানে রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ রাজস্ব উৎসে আদায় হয়ে থাকে। সুতরাং ‘ব্যবসায়ী-শিল্পপতিরা কর ফাঁকি দেন’ ঢালাওভাবে এ ধরনের বক্তব্য গ্রহনযোগ্য হতে পারে না।
এতে আরো বলা হয়, সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে ঢালাওভাবে এরকম বক্তব্য কাঙ্খিত নয়। তাই এফবিসিসিআই মনে করে এ ধরনের বক্তব্য জাতীয় স্বার্থে প্রত্যাহার করা প্রয়োজন।