পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার স্বপক্ষে আবারও নিজেদের অবস্থান ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা। ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের পার্বত্য অঞ্চলে আশ্রয় নেওয়া শীর্ষ আল কায়েদা নেতা আবু ইয়াহিয়া আল লিব্বির কথিত মৃত্যুর দুইদিন পরই ড্রোন হামলার স্বপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করলেন প্যানেট্টা। পাকিস্তানের প্রতিবেশী ভারত সফরের অংশ হিসেবে বুধবার রাজধানী দিল্লিতে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্যানেট্টা বলেন, ‘এটা পরিষ্কার যে নিজেকে রক্ষা করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’ এ সময় পাকিস্তানের সার্বভৌমত্ব ক্ষুন্ন করার অভিযোগ উড়িয়ে দেন তিনি। প্যানেট্টা অভিযোগ করে বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেমবারের হামলার সঙ্গে জড়িত আল কায়েদা নেতারা এখনও পাকিস্তানের উপজাতি অধ্যুষিত পার্বত্য এলাকায় লুকিয়ে আছে। তিনি এসময় উল্টো দাবি করেন, ড্রোন হামলা বরং পাকিস্তানিদেরই আল কায়েদা ও এর মিত্রদের হামলা থেকে রক্ষা করছে। উল্লেখ্য সোমবারের ড্রোন হামলার পরপরই পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এ ব্যাপারে কৈফিয়ত তলব করে দেশটির সরকার। ড্রোন হামলার বিরুদ্ধে ইসলামাবাদের ক্রমাগত আপত্তি সত্ত্বেও গত দুই সপ্তাহে পাকিস্তানে আটবার ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের ভূখণ্ডে ড্রোন হামলার বিরোধিতা করে পাকিস্তান দাবি করছে এই হামলায় তাদের দেশের বেসামরিক নাগরিকরাই মূলত হতাহতের শিকার হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, সোমবার পাকিস্তানের মিরানশাহ পার্বত্য অঞ্চলের অবস্থিত হেসোখেল নামক গ্রামে সন্দেহভাজন আল কায়েদা অবস্থান লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে আল কায়েদা নেতা ইয়াহিয়া আল লিব্বি নিহত হয়েছে বলে দাবি করে তারা। তবে এর স্বপক্ষে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।