জ্বলজ্বলে সুর্যের গায়ে এক বিন্দু কালো স্পট। মহাজাগতিক এ বিরল দৃশ্যের অবতারণা হলো বুধবার। সুর্যের সামনে দিয়ে শুক্র গ্রহের পরিক্রমণ ঘটে এদিন। বিশাল এক আগুনের গোলার ওপর ছোট্ট কালো বিন্দু- পৃথিবী থেকে দেখা দৃশ্যটি ছিল এমনই।
অবশ্য এ দৃশ্য পুরোপুরি দেখার সৌভাগ্য সবার হয়নি। উত্তর ও মধ্য আমেরিকা এবং দক্ষিণ কিছু অংশের ভাগ্যবানরা সূর্যাস্তের পরপরই এ দৃশ্যের শুরুটা দেখতে পান। পুরো পরিক্রমণ দেখতে পেয়েছে উত্তর-পশ্চিম আমেরিকার দূরবর্তী, উত্তরমেরু, পশ্চিম প্রশান্তমহাসাগরীয় এবং পূর্ব এশিয়ার অধিবাসীরা।
অপর দিকে যুক্তরাজ্য এবং ইউরোপের বাকি অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং পূর্ব আফ্রিকার লোকজন স্থানীয় সূর্যাস্ত পর্যন্ত এ পরিক্রমণের শেষ দশা দেখার জন্য অপেক্ষায় ছিলেন।
সূর্যের জ্বলন্ত চাকতির গায়ে ছোট্ট কালো বিন্দুর মতো শুক্র গ্রহ পরিক্রমণের দৃশ্যটি সাড়ে ছয় ঘণ্টার কিছু বেশি সময় ধরে চলে। সূর্যের সামনে দিয়ে শুক্রের পরিক্রমণের এমন ঘটনা আগামী একশ’ পাঁচ বছরের মধ্যে এ পৃথিবীবাসী আর দেখবে না।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার সোলার ডিনামিক অবজারভেটরি এ অসাধারণ দৃশ্যের কিছু ছবি প্রকাশ করেছে। পৃথিবী থেকে ৩৬ হাজার কিলোমিটার উচ্চতা থেকে তারা সূর্যের গায়ের এসব ছবি তোলে।
এ বিরল দৃশ্যের সাক্ষী হয়ে যেতে বিশ্ববাসী উন্মুখ হয়ে ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মানমন্দিরে মানুষ জড়ো হয়েছিল। সবাই অবশ্য ঘটনাটি আগাগোড়া দেখতে পায়নি।
তবে সম্পূর্ণ পরিক্রমণের ঘটনাটি সবচে ভাল দেখা গেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ওয়াইকিকি উপকূলে ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমির স্থাপিত টেলিস্কোপে। অন্যদিকে যুক্তরাজ্যের আকাশে মেঘ থাকায় স্থানীয় দর্শকদের একটু অসুবিধা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞানীরা এ ধরনের পরিক্রমণ পর্যবেক্ষণ করেন মূলত গ্যালাক্সিতে পৃথিবী সদৃশ কোনো গ্রহ অনুসন্ধান এবং শুক্রের জটিল
বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত জানার উদ্দেশ্যে।
সুর্যের গায়ে শুক্রের পরিক্রমণের ঘটনা প্রায় ২৪৩ বছরের মধ্যে চারবার করে ঘটে। বিস্তারিত বলতে গেলে এমন ঘটনা জোড়ায় জোড়ায় ঘটে। এক একটি জোড়ার মধ্যে প্রত্যেক পরিক্রমণের সময় ব্যবধান আটক বছর। আর প্রত্যেক জোড়া ঘটনা সাধারণত ১০৫ বা ১২১ বছর পরপর ঘটে।
এমন দু’টি জোড়া ঘটনার মধ্যে এতো দীর্ঘ সময় পার্থক্যের কারণ পৃথিবী এবং শুক্রের কক্ষপথ একই সমতলে নয়। আর এ ধরনের পরিক্রমণ তখনই লক্ষ্য করা যায় যখন এই দুই গ্রহ এবং সুর্য একই সরলরেখায় অবস্থান করে।
টেলিস্কোপ আবিষ্কারের পর এ ঘটনা মাত্র সাতবার দেখা গেছে। এর আগে ১৬৩১ ও ১৩৩৯, ১৭৬১ ও ১৭৬৯, ১৮৭৪ ও ১৮৮২ এবং ২০০৪ সালে শুক্রের পরিক্রমণ দৃশ্য প্রত্যক্ষ করেছে পৃথিবীবাসী। পরবর্তী জোড়া ঘটনা ২১১৭ এবং ২১২৫ সালের আগে আর দেখা যাবে না।